বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও কিয়ারা আডবাণী বিয়ের পর প্রথম ‘করবা চৌথ’ পালন করলেন। প্রেমের সফল পরিনতির পর স্বামীর দীর্ঘায়ু কামনায় রীতি-নীতি ভালোই মানছেন পরিণীতি-কিয়ারা। বুধবার সকাল থেকেই সকাল থেকেই হাতে মেহেদি, ঝলমলে পোশাক পরে একেবারে তৈরি ছিলেন তারা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী কিয়ারা আডভানি তার প্রথম ‘করবা চৌথ’ পালন করছেন দিল্লিতে শ্বশুরবাড়িতে গেছেন। সেখান থেকে ইনস্টাগ্রামে সিদ্ধার্থ একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে নিজেকে ধন্য বলেছেন সিদ্ধার্থ। ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থ টেরেসে দাঁড়িয়ে একে অপরের চোখে চোখ রেখে।
গত ৭ ফেব্রুয়ারি জয়সলমেরে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। গুঞ্জনে ছিল শেরশাহ ছবি থেকেই সিদ্ধার্থ-কিয়ারা এক হয়েছিলেন। তাই বিয়ের অনুষ্ঠানেও নাকি দেখা যায় ‘শেরশাহ’ ছবির ছোঁয়া।
অপরদিকে রাঘব চাড্ডার দিল্লির বাড়িতেই করবা চৌথ পালন করছেন পরিণীতি চোপড়া। সোশ্যাল মিডিয়ায় প্রথম করবা চৌথ উপলক্ষ্যে মেহেন্দি পরেছেন পরিণীতি।
পরিণীতিকে মেহেন্দি পরানোর সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাঘব। ছবিতে পরিকে মেরুন পোশাকে দেখা যায়। সঙ্গে ছিল সোনালি জরির জারদৌসি কাজ। অভিনেত্রীর হাতে ছিল গোলাপি রঙের চূড়া।
গত ২৪ সেপ্টেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছরে সেই প্রেমকে পরের ধাপে এগিয়ে নিয়ে যান তাঁরা। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে তারা উদয়পুরে বিয়ে করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।