বিনোদন ডেস্ক : এই প্রথম কোনও ভারতীয় সিনেমা মুক্তি পাবে চিনের প্রেক্ষাগৃহে। আরও পাঁচটি ভাষায় মুক্তি পাবে রাম গোপাল বর্মার ‘লড়কি: ড্রাগন গার্ল’।
সিনেমা জগৎ এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে রামগোপাল বর্মার হাত ধরে। মুম্বইয়ের সংবাদ সংস্থা তেমনটাই জানাচ্ছে। পরিচালক রামগোপাল বর্মার ছবি ‘লড়কি: ড্রাগন গার্ল’ মুক্তি পেতে চলেছে আগামী ১৫ জুলাই। এই খবরের সঙ্গেই রয়েছে আর এক চমক।
এই ছবি মুক্তি পাবে চিনের প্রেক্ষাগৃহেও। এই প্রথম কোনও ভারতীয় ছবি মুক্তি পেতে চলেছে চিনের প্রেক্ষাগৃহে। চিনা-সহ আরও পাঁচটি ভাষায় দেখানো হবে এই ছবি।মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে রামগোপাল জানিয়েছেন, চিনা ভাষায় এই ছবি একই দিনে দেখা যাবে চিনের প্রায় ৪০ হাজার পর্দায়। এ ছাড়াও হিন্দি, তামিল, মালায়লম, কন্নড়, তেলুগু ভাষাতেও এই ছবি দেখা যাবে।
জীবনের এই আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে গিয়ে পরিচালক বলেন, ‘‘ছোটবেলা থেকেই আমি ব্রুস-লির ভক্ত। এই ছবি নিয়ে আমি সব থেকে বেশি আশাবাদী। আগামী ১৫ জুলাই আমার স্বপ্ন ও এই ছবি একই সঙ্গে সারা পৃথিবীতে মুক্তি পেতে চলেছে, এর থেকে ভাল আর কিছু হতেই পারে না।’’সাংবাদিক বৈঠকে পরিচালক চিনে শ্যুটিং করার অভিজ্ঞতা ও প্রধান চরিত্র পূজা ভালকারের অভিনয়ের প্রশংসাও করেন।
পূজাও তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন, ‘‘রামগোপাল স্যর এই চরিত্রের জন্য আমাকে উপযুক্ত মনে করেছেন। উনি ব্রুস-লির ভক্ত, এই ছবির সঙ্গে ওঁর স্বপ্নও জড়িয়ে আছে, আমার উপর ভরসা করেছেন উনি। এটাই আমার প্রাপ্তি।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।