বিনোদন ডেস্ক : এই প্রথম কন্যাসন্তান ‘দেবী’র ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী বিপাশা বসু। ২০২২ সালের নভেম্বর মাসে মা হয়েছেন বিপাশা, বাবা হয়েছেন অভিনেতা কর্ণ সিং গ্রোভার। তবে এতদিন সোশ্যাল মিডিয়ায় মেয়ের মুখের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তারা। এই প্রথম গোলাপি পোশাকে একরত্তি দেবীর ছবি ভাগ করে নিলেন বিপাশা।
বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি।
তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তারা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস, অনেকেই নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। সেই পথেই হেঁটেছিলেন কর্ণ ও বিপাশাও। তবে আজ প্রথম দেবীর ছবি প্রকাশ করতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিপাশা যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে একটি হালকা গোলাপি পোশাক পরে রয়েছে সে। মাথায় গোলাপি বো দেওয়া হেয়ারব্যান্ড। পোশাকে যত্নে ফুটিয়ে তোলা হয়েছে দুটি শব্দ, ‘ড্যাডিজ় প্রিন্সেস’ অর্থাৎ বাবার রাজকুমারী। বড় বড় চোখে ক্যামেরার দিকে তাকিয়ে দেবী, কখনও আবার দাঁত ছাড়া হাসিতে মন ভরিয়ে দিচ্ছে একরত্তি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা দেবীর ছবিতে ভালবাসা উজাড় করে দিয়েছেন।
নির্লজ্জের চূড়ান্ত সীমা পৌছাল এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
অন্তঃসত্ত্বা থাকাকালীন একটি সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, করোনা পরিস্থিতির সময় কার্যত ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না তিনি, প্রত্যেকটা দিন অনিশ্চিত বলে মনে হচ্ছিল। আর তাই সন্তানসম্ভবা হওয়ার পরিকল্পনা কিছুটা পিছিয়ে দেন বিপাশা। ২০২১ সালের শেষের দিকে, কোভিড পরিস্থিতি কিছুটা হাতের মধ্যে এলে তিনি ও কর্ণ ফের পরিকল্পনা শুরু করেন। ২০২২ সালের অগাস্টে বিপাশা তার সন্তানসম্ভবা হওয়ার খবর দেন। এরপরে তার কোলে এসেছে ছোট্ট দেবী।
সূত্র: এবিপি আনন্দ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।