বিনোদন ডেস্ক : বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার মেট গালার রেড কার্পেটে চোখ ধাঁধানো লুকে হাজির হন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবারই প্রথম এই উৎসবে দেখা মিলল তার। প্রথমবার গিয়েই আলিয়ার এক ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, হলিউড মিডিয়া ভুল করে আলিয়াকে ডাকছেন ঐশ্বরিয়া নামে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে আলিয়া ভাটকে একটি সাদা বল গাউনে দেখা যাচ্ছে, যেটি ডিজাইন করেছিলেন নেপালি-আমেরিকান ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং। অভিনেত্রী তার ডিজাইনারের সঙ্গেই মেট গালায় প্রবেশ করেন। তখনই কয়েকজন সাংবাদিক তাকে ঐশ্বরিয়া বলে ডাকা শুরু করেন।
যদিও খুব সুন্দরভাবেই ওই পরিস্থিতি সামাল দেন আলিয়া। সাংবাদিকদের ভুলে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন।
তবে নেটমাধ্যমে ভাইরাল ওই ভিডিও দেখে অনেকেরই মনে পড়ে গেছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনে হলিউড তারকাদের এন্ট্রির সময় ভারতীয় মিডিয়ার ভুল নামে ডাকার কথা। তাই নেটিজেনদের বক্তব্য, ‘ওরাও বদলা নিয়ে নিল।’
ভিডিও দেখে একজন কমেন্ট করেছেন, ‘হলিউডে ঐশ্বরিয়ার পরিচিতিই আলাদা।’ আরেকজন লিখলেন, ‘আমি যদি অন্য কেউ হতাম তাহলে ঐশ্বরিয়া বলার জন্য আনন্দে কাঁদতাম। আর যদি ঐশ্বরিয়া হতাম, তাহলে এই ঘটনায় অসন্তুষ্ট হতাম।’
গত মাসেই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনে একগুচ্ছ হলিউড তারকা এসেছিলেন ভারতে। সে সময় ভারতীয় সাংবাদিকদের একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল, যখন তারা হিন্দিতে ‘স্পাইডার ম্যান’ তারকা টম হল্যান্ডকে ‘মাকড়ি ম্যান’, ‘কেয়া স্পাইডারম্যান বনেগা রে তু’- এসব বলে মস্করা করছিলেন।
এরপর জেন্ডায়াকে ‘ঝান্ডেয়া’ বলে সম্বোধন করেন। এছাড়া প্রিয়াঙ্কার সঙ্গে আসা তার স্বামী নিক জোনাসকে নিয়ে ঠাট্টা করার সুযোগও ছাড়েননি। ‘জিজাজি শরমা গ্যায়ে’র মতো নানা উক্তি ভেসে এসেছিল ক্যামেরার পেছন থেকে।
সে সময় অনেকেই মনে করেছিলেন, এই ধরনের কাজ করে ঠিক করেননি ভারতীয় সাংবাদিকরা। তাই আলিয়া ভাটকে ভুল নামে ডাকা হতেই একাংশের বিশ্বাস, এবার হলিউড মিডিয়ার বদলা নেয়ার পালা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।