পানির দামে পাওয়া যাচ্ছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সুবিধাসহ এই স্মার্টফোন

Realme C53

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ভারতে নিজেদের একটা আলাদা ফ্যানবেস তৈরি করতে পেরেছে বিগত কয়েক বছরে। এবারে ভারতে তাদের শক্তিশালী স্মার্টফোন C53 লঞ্চ করতে চলেছে realme। কোম্পানির সি সিরিজের প্রতিটি ফোনের মত এই ফোনটি আপনারা পেয়ে যাবেন একেবারে বাজেট রেঞ্জে। এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র ৯,৯৯৯ টাকা। তবে এই ফোনের সবথেকে বড় বিশেষত্ব হলো কম দামে আপনারা ১০৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন।

Realme C53

আপনাদের জানিয়ে রাখি ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সহ লঞ্চ করা প্রত্যেকটি ফোনের দাম ১৫০০০ টাকার উপরে। কিন্তু এই প্রথম রিয়েল মি একটি এমন স্মার্ট ফোন বাজারে নিয়ে এলো, যেখানে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকা সত্ত্বেও দাম ১০ হাজার টাকার নিচে। এর পাশাপাশি এই স্মার্টফোনে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী রয়েছে এবং তার সাথেই রয়েছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে। এই স্মার্টফোনের বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আপনাদের জানিয়ে রাখি রিয়েল মি কোম্পানির এই নতুন স্মার্টফোনে আপনারা দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। প্রথমটি হলো ৪ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্ট যার দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। দ্বিতীয়টি হল ৬ জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্ট যার দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। এই ফোন আপনারা শ্যাম্পেন গোল্ড এবং ব্ল্যাক রঙের বিকল্পে পেয়ে যাবেন। ২৬ জুলাই দুপুর ১২ টা থেকে realme.com এবং ফ্লিপকার্টে এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে।

তবে আজ সন্ধ্যে ছটা থেকে রাত আটটা পর্যন্ত একটি early bird সেল এর আয়োজন করেছে realme। এই সেলের অফারে যদি কোন ব্যক্তি রিয়েল মি কোম্পানির এই স্মার্টফোন কেনেন তাহলে তিনি ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই স্মার্ট ফোনে আপনারা পাবেন একটি অক্টা কোর চিপ সেট এবং তার সাথেই থাকবে ARM-MALI-G57 GPU। এই স্মার্টফোনের প্রসেসর ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি, ফলে এই স্মার্টফোন গরম হওয়ার কোন সম্ভাবনা নেই। এই স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

১০৮ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে। এছাড়াও, ৮ মেগাপিক্সেলের একটি এআই সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে। এই স্মার্টফোনে আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা দিয়ে এইচডি কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা। তার পাশাপাশি বোকে এফেক্ট, ফেস রিকগনিশন, অত্যাধুনিক কিছু ফিল্টার সহ নানা বৈশিষ্ট্য এই ক্যামেরায় থাকবে।

নাম জড়ায় একাধিক নায়কের সঙ্গে, এক ভিডিওতেই শেষ নায়িকার ক্যারিয়ার

১০ হাজার টাকার কমের দাম হলেও ক্যামেরার ফিচার নিয়ে কোন রকম কমতি রাখেনি realme। তাই এই স্মার্ট ফোনকে ক্যামেরা সেন্ট্রিক ফোন বলাই যেতে পারে। যারা ইনস্টাগ্রামে নিজেকে জনপ্রিয় করতে চান, কিন্তু বাজেট অনেকটাই কম, তারা নিঃসন্দেহে রিয়েলমি কোম্পানির এই নতুন স্মার্টফোন কিনতে পারেন। তবে যারা ওভারঅল পারফরমেন্সের জন্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য হয়তো স্মার্টফোন খুব একটা ভালো অপশন নয়। তদুপরি, গেমিং এর জন্য স্মার্ট ফোন কোনোভাবেই ব্যবহার করা যাবেনা। যারা হার্ডকোর গেমার, তারা অবশ্যই একটু গেমিং সেন্ট্রিক স্মার্টফোনের দিকে যেতে পারেন, এই স্মার্ট ফোন তাদের জন্য নয়।