বিনোদন ডেস্ক : প্রথমবার ভোট দিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আজ (৭ জানুয়ারি রবিবার) দ্বাদশ সংসদ নির্বাচতে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি ধানমন্ডি এলাকার ভোটার। দুপুরের পরে মাকে নিয়ে ওই আসনের সরকারি শারিরীক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিতে যান।
সেখানেই তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট দিয়ে তিনি কালের কন্ঠকে বলেন, ‘প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটার আগে হলেও এতদিন ভোট দিতে পারিনি।
কিন্তু আজ দিয়ে ভালো লেগেছে। আমার কাছে অন্যরকম অভিজ্ঞতা।’ তিনি যে আসনে ভোট দিয়েছেন সেটা ঢাকা ১০। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌস।
এছাড়া আরও চারজন প্রার্থী রয়েছে। অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ। শুক্রবার (৮ ডিসেম্বর) ত্রিশে পা দিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে ‘বিশেষ’ একটি ঘোষণা দিয়েছেন স্পর্শিয়া। জন্মদিনেই ‘মরণোত্তর দেহদান’ করার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে গেল মাসের ৮ ডিসেম্বর ছিল অর্চিতার জন্মদিন। ওই দিন ঘোষনা দেন মরনোত্তর দেহ দান করবেন তিনি। সে প্রসঙ্গে আগেই বলেছেন, আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই।
আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে, এটা আমি মনেপ্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয় সেটাও আমি চাই।’
অর্চিতা স্পর্শিয়া ২০১১ সাল থেকে মিডিয়ায় কাজ করছেন। একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে প্রথম দর্শকদের মধ্যে আলোচনায় এসেছিলেন। এ ছাড়া, অনন্য মামুন পরিচালিত শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’, নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’ ও অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।