বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত কাজ করলেও এখন পর্যন্ত ওয়েব সিরিজে দেখা মেলেনি। এবার ওয়েব সিরিজে কাজ করলেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মারকিউলিস’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে তার।
আবু শাহেদ ইমনের পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন একদল গুণী অভিনয়শিল্পীরা। খুব শিগগির সিরিজটি একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন সাবিলা নূর। কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে নিয়ন্ত্রণ করবে সেটি এই সিরিজের মূল গল্প।’
সাবিলা আরো বলেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি, তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এছাড়া মেকআপ, কস্টিউমসহ সব কিছু দারুণ ছিল।’
ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তিনি বলেন, ‘মারকিউলিস একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রগুলোতে নানা ডাইমেনশন রয়েছে। আমার চরিত্র খুব মজার। কাজটা বেশ আলাদা। শাহেদ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ। সব মিলিয়ে বেশ দারুণ সময় ছিল।’
আশাবাদ ব্যক্ত এ সিরিজের অভিনেতা রওনক হাসান বলেন, ‘এখনকার সময়ের কনটেন্টগুলো অধিকাংশ ক্রাইম-থ্রিলার, অ্যাকশন নির্ভর। কিন্তু মারকিউলিস ব্যতিক্রম। আমরা একটা ভালো কাজ করার চেষ্টা করেছি। বাকিটা দর্শক বলবেন।’
সিরিজটির গল্প মৌলিক। তা জানিয়ে পরিচালক আবু শাহেদ ইমন বলেন, ‘মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। এটার অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এই গল্পের ধরণ মৌলিক। এই সিরিজে অনেকে অভিনয় করেছেন। সবার মিশেলে বেশ বড় আয়োজনের কাজ হয়েছে।’
সিরিজটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত এটি একটি মেয়ের গল্প। তার প্রেমিক একজনের হাতে খুন হন। ড্রামা-থ্রিলার ঘরানার গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে। খুব সাধারণ দর্শকরাও এটা উপভোগ করতে পারেন।’
এই সিরিজে আরো অভিনয় করেছেন— ফজলুর রহমান বাবু, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।