জুমবাংলা ডেস্ক : ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। জলের নীচে থেকে ওই বিশালাকার প্রাণী আচমকা উঠে আসায় প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে সমুদ্রের মধ্যে।
আপনার কি সমুদ্র পছন্দ? সেই সঙ্গে রয়েছে মাছ ধরার নেশা? তাহলে এই ভাইরাল ভিডিও আপনার মন ভাল করে দেবে নিঃসন্দেহে।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে বোট নিয়ে সমুদ্রে বেড়াতে গিয়ে দারুণ উপভোগ করেছেন এক ব্যক্তি ও তাঁর ছেলে। বাবা-ছেলে জুটির এই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন মাধ্যমেই। কিন্তু কী এমন দেখা গিয়েছে এই ভাইরাল ভিডিওতে? প্রথমে দেখা গিয়েছে যে সমুদ্রে বোট ভাসিয়ে মাছ শিকারে নেমেছেন ওই ব্যক্তি ও তাঁর ছেলে। আচমকাই দেখা গিয়েছে জল থেকে উঠে এসেছে বিশাল বড় একটি তিমি মাছ।
জলের নীচে থেকে আচমকা উঠে আসায় প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে সমুদ্রের মধ্যে। বড় তিমিটির চারপাশে দেখা গিয়েছে ছোট ছোট মাছও। অনুমান, শিকারের টোপ গিলে তারা হয়তো হাজির হয়েছিল ছিপের সামনে।
এই ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই আশঙ্কা প্রকাশও করেছেন। কারণ জল থেকে আচমকা উঠে এসে একদম ওই বোটের পাশেই পড়েছিল তিমি মাছটি। একটু এদিক ওদিক হলেই সটান বোটের উপরেই হয়তো আছড়ে পড়ত তিমিটি। আর তাহলে যে বোটটির কী অবস্থা হতো তা বলার অপেক্ষা রাখে না। যে ভাইরাল ভিডিও দেখে অনেকে মজা পেয়েছেন তা নিমেষে বিষাদের হয়ে উঠতে পারত। তিমির ধাক্কায় বোট থেকে এক নিমেষে সমুদ্রে তলিয়ে যেতে পারতেন ওই বাবা-ছেলে। তবে এ যাত্রায় সেরকম কোনও অঘটন ঘটেনি।
বরং বাবা মাছ শিকার করতে গিয়ে যে ঘটনার সম্মুখীন হয়েছিলেন তা পুরোপুরি ভিডিও করে ফোনবন্দি করেছিলেন ছেলে। জানা গিয়েছে, বেলমারের কাছে নিউ জার্সির একটি উপকূলে এই কাণ্ড ঘটেছে। উপকূলের কাছে ছোট মাছেরা এই নির্দিষ্ট সময়ে বেশি থাকে বলেই সেখানে বোট নিয়ে শিকার করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেখানে যে এমন অভিজ্ঞতা হবে তা বোধহয় কল্পনাও করেননি তিনি।
যখন জল থেকে ওই বিশালাকার প্রাণী উঠে এসে একদম বোটের পাশেই আছড়ে পড়েছিল তখন ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠেছিলেন ওই ব্যক্তি। তবে এ যাত্রায় যে কোনও অঘটনা ঘটেনি সেটাই সুখবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।