জুমবাংলা ডেস্ক: দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা থেকে ১২ কেজি ওজনের একটি মৃত কাতল মাছ উদ্ধার করেছে নৌ- পুলিশ।
বুধবার সকালে নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার আজিমেরঘাট এলাকা থেকে মা মাছটি উদ্ধার করা হয়।
কাতাল মাছটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, হালদা নদীর আজীমের ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়েছে। পরে সেটি ল্যাবরেটরিতে রাখার জন্য বলা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া বলেন, মৃত মাছ উদ্ধারের খবর পেয়েছি এবং মাছটি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে আনার জন্য বলা হয়েছে। মাছটি দেখে বলা যাবে কিভাবে মারা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।