জুমবাংলা ডেস্ক : জাটকা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে দুই মাস (মার্চ-এপ্রিল) চাঁদপুরের পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
মৎস্য মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের নির্দেশে ইলিশসহ অন্যান্য সকল প্রকার প্রজাতির মাছ রক্ষায় নিষেধাজ্ঞার এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরে ৪টি উপজেলা চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলায় ৪৪ হাজার ৩৫জন তালিকাভুক্ত জেলে রয়েছে। এদের প্রত্যেকের মাঝে চার ধাপে ১৬০ কেজি চালের মধ্যে প্রথম ধাপের ৪০কেজি করে প্রদান করা হয়েছে। এসকল জেলেদের সচেতন করার লক্ষ্যে ইতোমধ্যে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক সভা ও উপজেলাগুলোতে টাস্কফোর্সের সভা সম্পন্ন করা হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান জানান, জেলা টাস্কফোর্স জাটকা সংরক্ষণে সব ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করবে। কোন জেলে জাটকা নিধন করলে তাদেরকে আইনানুযায়ী জেল- জরিমানা করা হবে। জাটকা রক্ষা কার্যক্রমে জেলাবাসীর সার্বিক সহযোগীতাও কামনা করেছেন।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও ৬টি অভয়াশ্রমে (হাতিয়া, সন্দীপ, বরিশাল, ভোলা, শরীয়তপুর ও চাঁদপুরে) মৎস্য আইন অনুযায়ী ইলিশের পোনা (জাটকা) রক্ষায় ১মার্চ থেকে ৩০এপ্রিল এই দু’মাস চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ সারাদেশে নদীতে সকল ধরনের মাছ আহরণ, মজুদ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।