বৃষ্টির পর সড়কে কই মাছ ধরার হিড়িক

Fishing

জুমবাংলা ডেস্ক : কুমিল্লার মনোহরগঞ্জে বৃষ্টির ভেতর সড়কে কই মাছ ধরার হিড়িক পড়েছে। বৃষ্টির সময় আকাশে মেঘের গর্জনে খাল, বিল, পুকুর, নালা, ডোবা থেকে এসব মাছ উঠে এসেছে মাঠে, ঘাটে, রাস্তায়।

Fishing

শনিবার (২৯ জুন) ১১টার দিকে উপজেলার দূর্গাপুর, তাহেরপুর, বাইশগাঁও, দিশাবন্দ, সালেপুর, কাশিপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সময় মাঠে মাছ পাওয়ার এমন খবর পাওয়া গেছে।

উপজেলার দূর্গাপুর গ্রামের রুবেল, সাইফুল, লৎসরের বেলাল, জসিম, কেয়ারির জাকির, মহসিনসহ অনেকেই নেমেছেন বৃষ্টির সময় এ মাছ ধরতে। বৃষ্টিতে ভিজে এভাবে মাছ ধরা যেন উৎসবে পরিণত হয়েছে।

জাকির হোসেন জানান, সাধারণ বৃষ্টিতে এমন হয় না। শধুমাত্র ভারী বর্ষণ, আকাশের গর্জন ও হাকডাক শুরু হলে পুকুর, ডোবা থেকে বিশেষ করে কৈ মাছ উঠে আসে। এমন বৃষ্টিতে পুকুর, ডোবা, নালা, খাল ও বিল সংলগ্ন মাঠে উঠে আসা এসব কই মাছ ধরার ধুম পড়েছে। বিশেষ করে উপর থেকে নিচের দিকে পানি নামে এমন স্থানে বেশি পাওয়া গেছে এসব মাছ।

জাবেদ নামে এক পথচারী দেড় কেজি মতো কই মাছ কুড়িয়ে পাওয়ার কথা উল্লেখ করে বলেন, বৃষ্টিতে ভিজে এলাকার বেশ কয়েকজন কমবেশি মাছ পেয়েছে। এলাকার আরও অনেকে জানান, বৃষ্টিতে ভিজে মাছ ধরা এনজয়ও করেছি। সবসময় তো আর এমন সুযোগ মেলে না।

উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান বলেন, মাঠে মাছ পাওয়ার বিষয়টি প্রান্তিক চাষি ও এলাকার সাধারণ মানুষের কাছে শুনেছেন। সাধারণত কই মাছের স্বভাব হলো ভারী বর্ষণ হলে বৃষ্টির পানি উপর থেকে নিচের দিকে নামলে স্রোতের বিপরীতে জলাশয় থেকে উপরে উঠে আসে। তা ছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নদী ও খালে অবৈধ জাল ও রারা বাঁধ উচ্ছেদের ফলে দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি পাচ্ছে।