বিনোদন ডেস্ক : এক যুগ পর ঈদে মুক্তি পেতে যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির হ্যান্ডসাম নায়ক জায়েদ খানের সিনেমা। ‘সোনার চর’ সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
একটা সময় জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও সিনেমায় অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করতেন। তবে গত কয়েক মাস ধরে সমিতির কার্যক্রম থেকে দূরে তিনি। নির্বাচিত সাধারণ সম্পাদক হলেও আইনি জটিলতায় চেয়ারে বসতে পারেননি পর পর তিনবার নির্বাচিত এই নেতা।
এদিকে সমিতির কাজ না থাকায় শো-রুম উদ্বোধন, ব্র্যান্ড প্রোমোশন ও বিজ্ঞাপনে কাজ করতে দেখা যাচ্ছে তাকে। ঢাকাই ছবির অনেক তারকাই আগে থেকেই শো-রুম উদ্বোধন করলেও জায়েদ এই দলে নতুন নাম।
বিভিন্ন ব্র্যান্ড প্রোমোশনে তাকে ঘিরে মেয়ে ফ্যানদের উন্মাদনা চোখে পড়ার মতো। প্রশ্ন উঠেছে শো-রুম উদ্বোধনে কত নেন জায়েদ খান? তবে এ নিয়ে ‘অন্তর জ্বালা’খ্যাত নায়ক কোনো মন্তব্য করেননি।
সূত্রের খবর, এই কাজের জন্য জায়েদ খান ২-৫ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। তবে সম্পর্কের খাতিরে টাকার অঙ্ক কম নেন এই নায়ক। ভালো প্রোডাক্টও ম্যাটার করে থাকে। ভালো মানের পণ্যের বিষয়টি গুরুত্ব দেন জায়েদ। এ জন্য তার ব্যক্তিগত লোক ব্র্যান্ডের ব্যাপারে খোঁজখবর নিয়ে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।