ধর্ম ডেস্ক : জাকাত ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি ফরজ ইবাদত। এটি দানের মাধ্যম নয়, বরং গরিবের অধিকার। সঠিকভাবে জাকাত প্রদান করলে সমাজে দারিদ্র্য বিমোচন হয় এবং অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, ‘যাতে তোমাদের বিত্তবানদের মাঝেই শুধু সম্পদ আবর্তিত না হয়।’ (সুরা-৫৯ হাশর, আয়াত: ৭)
Table of Contents
জাকাত, ফিতরা ও অন্যান্য সদকার খাত
কোরআনে জাকাত ব্যয়ের জন্য আটটি নির্দিষ্ট খাত উল্লেখ করা হয়েছে। সদকাতুল ফিতর, ফিদিয়া, কাফফারা ও মান্নতও একই খাতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, ‘মূলত সদকা হলো ফকির, মিসকিন, জাকাতকর্মী, অনুরক্ত ব্যক্তি ও নওমুসলিম, ক্রীতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে ও বিপদগ্রস্ত মুসাফিরদের জন্য।’ (সুরা-৯ তওবা, আয়াত: ৬০)
জাকাত প্রদানে আত্মীয়দের মধ্যে সময় ও প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার দিতে হবে। বিশেষত দরিদ্র আলেম বা দ্বীনি শিক্ষার্থীদের জাকাত দিলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। কারণ, এতে দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজ উপকৃত হয়।
যাঁদের জাকাত ও সদকা দেওয়া যায় না
কিছু নির্দিষ্ট ব্যক্তিকে জাকাত ও সদকা দেওয়া নিষিদ্ধ। তাঁরা হলেন:
- মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি
- সন্তান, নাতি-নাতনি
- স্ত্রী (কারণ তাঁর ভরণপোষণের দায়িত্ব স্বামীর)
- নবিজির বংশধর (সায়্যেদ পরিবার)
- ধনী ব্যক্তি (যাঁদের নিসাব পরিমাণ সম্পদ আছে)
- অমুসলিম ব্যক্তি
যাঁদের জাকাত ও সদকা দিলে দ্বিগুণ সওয়াব হয়
আপন ভাই-বোন, ভাগনে-ভাগনি, ভাতিজা-ভাতিজি, চাচা-জেঠা, মামা-খালা এবং অন্যান্য নিকটাত্মীয় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন, তাহলে তাঁদের জাকাত ও সদকা দেওয়া যাবে এবং এতে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। হাদিসে বলা হয়েছে, আত্মীয়কে দান করলে দানের সওয়াব ও আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব একসঙ্গে পাওয়া যায়।
জাকাত ও ফিতরা দেওয়ার সঠিক নিয়ম
জাকাত প্রদান করার আগে নিশ্চিত হতে হবে যে, যাঁকে দেওয়া হচ্ছে তিনি প্রকৃতপক্ষে এর হকদার কি না। দানগ্রহীতাকে জানানোর প্রয়োজন নেই যে, এটি জাকাতের অর্থ। কারণ, এতে তাঁর সম্মানহানি হতে পারে।
আল্লাহ বলেন, ‘সম্মান আল্লাহর জন্য, রাসুল (সা.)-এর জন্য, এবং মুমিনদের জন্য।’ (সুরা-৬৩ মুনাফিকুন, আয়াত: ৮)
Vivo V50 Lite 5G শীঘ্রই লঞ্চ হতে পারে, একাধিক সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত
জাকাত, ফিতরা, ফিদিয়া, কাফফারা ও মান্নত নগদ টাকা, খাদ্যদ্রব্য বা প্রয়োজনীয় সামগ্রী (যেমন পোশাক, ঈদের উপহার) আকারেও দেওয়া যায়। তবে সর্বোত্তম হলো, যাঁরা প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয়তা অনুভব করেন, তাঁদের হাতে সরাসরি এই আমানত পৌঁছে দেওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।