জুমবাংলা ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যানের চাচার ৫ বিঘা জমির ধান ও কাঠ-খড়ি ভর্তি তিনটি টিনের ঘর পুড়ে ছাই হয়েছে। অল্পের জন্য রক্ষা পেল সাথে থাকা মসজিদ ঘর। অগ্নিকাণ্ডে অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে বিষয়টি সোমবার (৯ ডিসেম্বর) কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম নিশ্চিত করেন।
রবিবার গভীর রাতে কে বা কারা পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েমের চাচা আলহাজ্ব আব্বাস আলীর কর্তনকৃত ধানের ডিপিতে আগুন লাগিয়ে দেয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে কাঠ ও জ্বালানি খড়ি ভর্তি তিনটি ঘর পুড়ে যায়।
এতে অন্তত চার লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাশে থাকা মসজিদ ঘর রক্ষা পায়। অন্যদিকে খবর পেয়ে সেখানে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, পুটিমারী ইউপি চেয়ারম্যানের চাচার পাচঁ বিঘা জমির কর্তনকৃত ধানের ডিপির ধান ও কাঠ-খড়ি ভর্তি তিনটি টিনের ঘর পুড়ে গেছে। কে বা কারা আগুন লাগিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।