জুমবাংলা ডেস্ক : পারিবারিকভাবে বিয়ে হয় গৌতম পাত্রের সঙ্গে বিয়ে হয় পূজা বিশ্বাসের। তার এখনও হাতে মেহেদির রঙ। বাড়িতেও উৎসবের পরিবেশ। এরই মধ্যে নেমে এলো বিষাদ। আজ সকালে বাড়ির পাশের আম বাগানে মেলে পূজার ঝুলন্ত মরদেহ।
পূজা বিশ্বাস বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের মেলারকুল গ্রামের ভবানী বিশ্বাসের মেয়ে। মাত্র পাঁচ দিন আগে তার বিয়ে হয়েছিল।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পূজা বিশ্বাসের পরিবারের সদস্যরা জানায়, ১২ ফেব্রুয়ারি রাতে হিজলা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার অর্জুন পাত্রের ছেলে গৌতম পাত্রের সঙ্গে বিয়ে হয় পূজা বিশ্বাসের। বৃহস্পতিবার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। গতকাল শুক্রবার রাতে খাবার খেয়ে পূজা ও গৌতম ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে ঘুম ভেঙে গেলে পূজাকে বিছনায় পাননি গৌতম। পরে পরিবারের সদস্যদের জানালে তারা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের আম বাগানে পূজার ঝুলন্ত লাশ দেখতে পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।