আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও ইতিহাসবিদ নোয়াম চমস্কির ৯৫তম জন্মদিন বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর)। ১৯২৮ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক মধ্যবিত্ত ইহুদী অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি এবং সেখানেই বেড়ে ওঠেন।
তার বাবা ছিলেন এক হিব্রু পণ্ডিতের সন্তান। তিনি ইউক্রেনের একটি শহর থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। অন্যদিকে তার মা বেলারুশ থেকে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি সাধারণত নিউ ইয়র্কের স্থানীয় ভাষায় কথা বলতেন।
নোয়াম চমস্কি ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরবর্তীতে ভাষাবিজ্ঞানে ডক্টরেট লাভ করেন। তিনি বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক। যুক্ত আছেন ইউনিভার্সিটি অব অ্যারিজোনার সঙ্গেও।
গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ভাষাবিজ্ঞান নিয়ে নোয়াম চমস্কির কাজ গভীর প্রভাব বিস্তার করে আসছে। তার মতে, প্রতিটি মানব শিশু জন্মের সময়েই ভাষা আয়ত্বের মূল সৃজনশীল বৈশিষ্টগুলো নিয়ে জন্মায়।
ষাটের দশকে রাজনীতি নিয়ে লেখালেখি শুরু করেন তিনি। সে সময় দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ছিল তার সমালোচনার বিষয়। তার মতে, মার্কিন বুদ্ধিজীবীদের দায়িত্ব হলো সরকারের অনৈতিক নীতিগুলোর যৌক্তিক সমালোচনা করা।
বিখ্যাত পাঁচ উক্তি
১. মানুষকে বাধ্য ও নিষ্ক্রিয় রাখার সবচেয়ে ভালো উপায় হলো তাদের মতামতের গ্রহণযোগ্যতার পরিসর কমিয়ে দেওয়া। কিন্তু সেই পরিসরের মাঝেই আবার সক্রিয়ভাবে যেন বিতর্ক করা যায়, সেই সুযোগটাও করে দেওয়া, এমনকি ভিন্নমত পোষণ ও সমালোচনা করার জন্য উৎসাহিত করা। এর ফলে মানুষ মুক্তচিন্তার চর্চা হয় ভেবে শান্তি পায়। আদতে তো তারা সেই ক্ষুদ্র পরিসরের মাঝেই আটকে যাচ্ছে আরো শক্তভাবে।
২. আমাদের ওপরই শুধু সন্ত্রাসবাদ/জঙ্গিবাদ করা হয়। কিন্তু আমরা যখন অন্যদের ওপর তার থেকেও অধিক হামলা করি তখন তা সন্ত্রাসবাদ/জঙ্গিবাদ হয় না।
৩. সহিংসতার বিরুদ্ধে আপনি কোনো যুক্তি দিতে পারবেন না। সহিংসতার পেছনে কোনো যুক্তি থাকতেই পারে না।
৪. আমরা যদি আমাদের অপছন্দের মানুষদের বাকস্বাধীনতা না দিতে জানি, তবে ধরে নিতে হবে আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসই করি না।
৫. যদি কেউ মনে করে থাকেন আমি এমআইটির একজন অধ্যাপক বিধায় আমার কথা শোনা উচিত, তবে আপনি ভুল ভাবছেন। আপনি কার কথা শুনবেন তা বিচার করবেন সেই মানুষটির কথার বিষয়বস্তু দিয়ে, তার নামের শেষে কিছু শব্দ দিয়ে নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।