আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের গাভডোস দ্বীপের কাছে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ৩৯ জনকে, তবে এখনো নিখোঁজ রয়েছেন আরো ৪০ জন।
শনিবার কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গ্রিসের কোস্টগার্ড জানায়, শনিবার দিবাগত রাতে নৌকাটি ডুবে যায়। উদ্ধার অভিযানে জাহাজ ও বিমানের সাহায্যে নিখোঁজদের সন্ধান চলছে।
এদিকে, আরেকটি ঘটনায় মাল্টা-পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ৪৭ অভিবাসীকে উদ্ধার করেছে। তারা গাভডোস থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে একটি নৌকা থেকে উদ্ধার হয়। পাশাপাশি একটি ট্যাংকারের সাহায্যে আরো ৮৮ জনকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তারা মনে করছেন, লিবিয়া থেকে নৌকাগুলো একসঙ্গে ছেড়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।