বিনোদন ডেস্ক : তৃতীয় লিঙ্গের মানুষরা রাষ্ট্রীয়ভাবে পরিচয়ের স্বীকৃতি পেলেও তাদের জীবনমানে তেমন পরিবর্তন এখনো ঘটেনি। মূলধারার জীবন থেকে তারা এখনো অনেকদূরে। বিভিন্ন ক্ষেত্রে তারা অবহেলিত, বঞ্চিত। তৃতীয় লিঙ্গের মানুষদের সেই দুঃখ-কষ্ট ও জীবন কাহিনী নিয়ে ‘আমরা মানুষ’ নামে একটি ছবি নির্মাণ করেছেন নজরুল ইসলাম বাবু।
ছবিটির প্রযোজনা ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অভিনেতা মিজানুর রহমান। ছবির গল্প ও গানও লিখেছেন তিনি। এতে পাঁচ হাজার তৃতীয় লিঙ্গের মানুষ অভিনয় করেছেন। এমএম কথাচিত্রের ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম বাবু।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মিজানুর রহমান বলেন, ‘আমরাও মানুষ’ আমার অনেক সাধনার একটি ছবি। এই ছবির মাধ্যমে প্রযোজক হিসাবে আমার আত্মপ্রকাশ ঘটল। তৃতীয় লিঙ্গের মানুষের বাস্তব জীবন কাহিনী নিয়ে নির্মিত ছবিটিতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার নাম থাকে পুষ্পা রানি। আমার একটি দল থাকে। সমাজের যেখানে অন্যায়, অবিচার, মানবাধিকার লঙ্ঘন হয় সেখানেই আমরা প্রতিবাদ করি। শুধু একটি আইটেম গানের শুটিং বাকি। গানটিতে প্রায় আড়াই হাজার তৃতীয় লিঙ্গের মানুষ অংশগ্রহণ করবেন।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশ ‘হিজড়া’ কল্যাণ সমিতির সদস্য। আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। তাদের চলাফেলা, জীবনাচার ধারণ করে সেটা অভিনয়ের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তৃতীয় লিঙ্গের যারা ছবিটিতে অভিনয় করেছেন, তারা প্রতিদিন ফোন করে জানতে চান কবে মুক্তি পাবে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আশা করি, ছবিটি দর্শক মহলে সাড়া ফেলবে। সবার প্রতি অনুরোধ, আপনারা হলে এসে আমাদের ছবি দেখুন।
আমরাও মানুষ ছবিতে মাসুম আজিজ, সাকি আবদুল্লাহ, সাঙ্গু পাঞ্জা, জ্যাকি আলমীর, প্রয়াত আনিসুর রহমান, কথা কলি ও হাবিব খান্নাসহ পাঁচ হাজার তৃতীয় লিঙ্গের মানুষ অভিনয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।