বিনোদন ডেস্ক : ‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী নম্রতা শিরোদকরের সঙ্গে ঘর বেঁধেছেন মহেশ। এ দম্পতির গৌতম ও সিতারা নামে এক পুত্র-কন্যা সন্তান রয়েছে।
মহেশ বাবার ১১ বছর বয়সী কন্যা সিতারা এরই মধ্যে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। কিন্তু পুত্র গৌতম এখনো রুপালি জগতে পা রাখেননি। তাহলে কি গৌতম অভিনয়ে পা রাখবেন না? এমন প্রশ্ন অনেক দিন ধরেই করে আসছিলেন মহেশ ভক্তরা। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন মহেশ বাবুর স্ত্রী নম্রতা।
কিছু দিন আগে পিএমজে জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছে মহেশ কন্যা সিতারা। সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় উঠে এসেছে সে। প্রতিষ্ঠানটির লুক বুক লঞ্চিং অনুষ্ঠানে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন নম্রতা। সেখানে প্রশ্ন করা হয় গৌতম কি অভিনয়ে আসবেন?
সংবাদিকের এমন প্রশ্নের জবাবে নম্রতা শিরোদকর বলেন, ‘বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ত গৌতম। আগামী ৬ বছর পর ফিল্মে আসবে গৌতম। তার বয়স এখন ১৬ বছর। খুবই কম বয়স। কিন্তু অভিনয়ের প্রতি তার আগ্রহ রয়েছে।’
২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন মহেশ-নম্রতা। বিয়েতে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। ২০০৬ সালে এই জুটির ঘর আলো করে আসে প্রথম সন্তান গৌতম কৃষ্ণা। ২০১২ সালে জন্ম নেয় এ দম্পতির কন্যা সিতারা।
তথ্যসূত্র: টলিউড ডটনেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।