ফিল্ম শুটিং এর সময় গুরুতর আহত বা প্রায় নিহত হতে যাচ্ছিলেন যেসব অভিনেতা!

ফিল্ম শুটিং

বিনোদন ডেস্ক  :  হলিউডের অনেক অভিনেতা বা অভিনেত্রী মুভি বা টিভি সিরিজের জন্য শ্যুটিং এর সময় বিপদের সম্মুখীন হয়েছিলেন। যার জন্য গুরুতর আঘাত পাওয়া বা জীবননাশের আশঙ্কার মধ্যে পড়তে হয়েছিলো। আজ এরকম কয়েক জনের স্টোরির ১ম পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে।

১. কাস্ট অ্যাওয়ে মুভিতে টম হ্যাঙ্ক স্নান করতে অস্বীকার করেছিলেন। গোসল না করায় পায়ে বড় ধরনের সংক্রমণ হয়। এই সংক্রমণ প্রায় তাকে মেরে ফেলেছিলো। পায়ে এক জায়গায় কেটে রক্ত বের হচ্ছিলো। তিনি তেমন গুরুত্ব দেননি। পরবর্তী সময়ে শরীরের রক্ত বিষাক্ত হতে থাকে। হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার অনেক কষ্টে তার জীবন রক্ষা করেন। টমের প্রায় দেহের পুরো রক্তই বিষাক্ত হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিলো।

২. সিলভেস্টার স্ট্যালোন চেয়েছিলেন রকি IV ফিল্মে  লড়াইয়ের দৃশ্যগুলি যতটা সম্ভব বাস্তব দেখাতে। তাই কোরিওগ্রাফি বা অভিনয়ের পরিবর্তে বাস্তবে ফাইটিং যেমন হয়ে সেভাবে পুরো দৃশ্যপট সাজাতে পরামর্শ চেয়েছিলেন। অপর প্রান্তে ডলফ লান্ডগ্রেন তাকে এমনভাবে আঘাত করে সে প্রায় ৯ দিন আইসিউতে ছিলো। তার ঘুষি হৃদপিন্ডে আঘাত করেছিলো। তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়েছিলেন।

৩. ২০১৯ সালে জ্যাক ইফরন পাপুয়া নিউগিনিতে ফিল্মে কাজ করার সময় ব্যাকটেরিয়ার ইনফেকশনে আক্রান্ত হন। সেখান থেকে শরীর জ্বরে ভুগে অনেক দুর্বল হয়ে পড়ে। সহকর্মীরা যতদ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার বিসব্রেনের একটি হাসপাতালে তাকে ভর্তি করায়। পরে সুস্থ হয়ে তার ফিল্মের কাজ শেষ করেন। এজন্য সহকর্মীদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৪. ব্রুইজডের চিত্রগ্রহণের সময়, হ্যালি বেরি ভ্যালেন্টিনা শেভচেঙ্কোর সাথে ফাইটিং এর সময় তার দুটি পাঁজর ভেঙে যায়, আসলে তাকে এতো জোরে লাথি মারা হয়েছিলো যে তিনি প্রস্তুত হতে পারেননি। তিনি চেয়েছিলেন ব্যাথা পাওয়া সত্যেও কাজ চালিয়ে যেতে যদিও পরে তা সম্ভব হয়নি।

৫. জলের নিচে শ্যুটিং এর সময় ইসলা ফিশার প্রায় ডুবে শ্বাসরুদ্ধ হতে যাচ্ছিলেন। তার সহকর্মীরা ভেবেছিলো তিনি আসলে এখনও অভিনয় চালিয়ে যাচ্ছেন। আসলে তিনি পানি থেকে উঠে বের হয়ে আসার চেষ্টা করছিলেন। কিন্তু সক্ষম হচ্ছিলেন না। কারণ হাতে শিকল পড়া ছিলো নিরাপত্তার জন্য । তবে তা পায়ে আটকে যায়। তিনি শিকল থেকে বের হতে পারছিলেন না।