ফিল্ম শুরু হওয়ার আগে এমন সার্টিফিকেট কেন আসে, এর অর্থ কী?

সার্টিফিকেট

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাণ এবং মুক্তির ক্ষেত্রে বলিউড বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র শিল্প। ভারতে প্রতিবছর ২০টির বেশি ভাষায় প্রায় ১৫০০ থেকে ২০০০টি চলচ্চিত্র মুক্তি পায়। আপনিও নিশ্চয় থিয়েটার, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেছেন অথবা অবশ্যই টিভি বা মোবাইল ইত্যাদিতে সিনেমা দেখেছেন।

সার্টিফিকেট

এটা সকলেরই জানা যে যখন একটি চলচ্চিত্র শুরু হয়, শুরুতে একটি সার্টিফিকেটের মতো কিছু দেখানো হয়। কিন্তু বেশিরভাগ মানুষ তা উপেক্ষা করে। তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই সার্টিফিকেট দেখানো হয় কেন? এবার এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নিন।

আসলে সরকারি সেন্সর বোর্ড এই সার্টিফিকেট জারি করে। চলচ্চিত্রটি প্রস্তুত হওয়ার পর সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে রেখে এই সার্টিফিকেট প্রদান করেন। লক্ষনীয় বিষয়, এই সার্টিফিকেট ছাড়া ছবিটি মুক্তি দেওয়া হয় না।

এই সার্টিফিকেটে বিভিন্ন ধরনের তথ্য লেখা থাকে। ছবির নাম কি, ছবির দৈর্ঘ্য কত ইত্যাদি। এমনকি সেন্সর বোর্ড যদি মনে করে কোন আপত্তিকর দৃশ্য অপসারণ করতে হবে, তা নিয়েও লেখা থাকে। সেন্সর বোর্ড ‘A’, ‘AV’, ‘V’, এবং ‘AC’ বিভাগে সার্টিফিকেট জারি করে। এবার জেনে নেওয়া যাক এইগুলির অর্থ কি!

চলচ্চিত্রের সার্টিফিকেটে যদি ‘A’ লেখা থাকে তাহলে এর মানে শিশু থেকে বড় যে কেউ এই ছবিটি দেখতে পারবেন। এই সার্টিফিকেট বেশিরভাগই ধর্মীয় এবং পারিবারিক চলচ্চিত্রকে দেওয়া হয়।

চলচ্চিত্রের সার্টিফিকেটে যদি ‘AV’লেখা থাকে তার মানে হল ১২ বছরের কম বয়সী শিশুরা শুধুমাত্র তার বাবা-মায়ের সাথে এই ছবিটি দেখতে পারে।

সার্টিফিকেটে যদি ‘W’ লেখা থাকে এর মানে হলো সেই ফিল্মটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ যাদের ১৮ বছরের বেশি তারাই দেখতে পাবে। এর কম বয়সী মানুষদের এই চলচ্চিত্রটি দেখা উচিত নয়।

নাম-যশ-অর্থ সবই ছিল, তবুও বলিউড ছেড়ে দিতে বাধ্য হন এই নায়িকারা

নির্দিষ্ট দর্শকদের কথা মাথায় রেখে যে ছবি তৈরি করা হয় সেই চলচ্চিত্রের সার্টিফিকেটে ‘S’ লেখা থাকে। সাধারণত এই ধরনের চলচ্চিত্র বিজ্ঞানী বা ডাক্তারদের জন্য তৈরি করা হয়।