লাইফস্টাইল ডেস্ক : বিশেষ দিনে কিংবা ঘর সাজাতে আর্টিফিশিয়াল ফুলের বদলে অনেকে পছন্দ করেন তাজা ফুলকে। তাজা ফুলের সুবাস মুহূর্তেই মনকে ভালো করে দিতে পারে। এর সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। তবে তাজা ফুলের যে বড় সমস্যাটি রয়েছে তা হলো এগুলো বেশি সময় ধরে সতেজ থাকে না। তাই আজকের আয়োজনে থাকছে তাজা ফুলকে দীর্ঘ সময় সতেজ রাখার বিশেষ কিছু উপায়।
পুরনো দিনে ঘর সাজানোর অন্যতম উপকরণ ছিল বাগানের তাজা ফুল। যা এখন পুরোপুরি আর্টিফিশিয়াল ফুলের দখলে রয়েছে। এর কারণও কিন্তু ওই একটাই। প্রাকৃতিক ফুল দীর্ঘ সময় সতেজ না থাকার সমস্যা।
এ সমস্যা কিন্তু সহজেই সমাধান করা যেতে পারে। বাজার থেকে টাটকা ফুল কিনে আনার পর বেশ কিছু উপায় মেনে চললেই প্রাকৃতিক ফুল থাকবে দীর্ঘ সময় সতেজ আর সুরভিত। এগুলো হলো-
১. ফুলদানিতে পরিষ্কার পানি রাখুন। ফুল ফুলদানিতে রাখার পর ফুলদানিটি এমন স্থানে রাখুন যেখানে গরম আবহাওয়া ও তাপমাত্রা বেশি নয়। সূর্যের আলোতে প্রাকৃতিক ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
২. ফুলের কাণ্ড ছোট করে না কেটে একটু বড় করে কাটুন। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। এতে ফুল দীর্ঘ সময় তাজা থাকবে।
৩. ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে থাকবে সে অংশে কখনই যেন কোনো পাতা না থাকে। পানিতে থাকা কাণ্ডের অংশে পাতা থাকলে ফুল দ্রুত পচতে শুরু করে।
৪. দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দুই চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিতে পারেন। এই পানীয়তে ফুলের কাণ্ড ডোবানো থাকলে ফুল দ্রুত পচে না বরং দীর্ঘ সময় সতেজ থাকে।
৫. ফুলদানির পানি পাল্টানোর অভ্যাস থাকতে হবে। ৮ ঘন্টা অন্তর অন্তর ফুলদানির পানি পাল্টালে ফুল স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় সতেজ থাকে আর সৌরভ ছড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।