জুমবাংলা ডেস্ক : ঢাকার আকাশে দেখা মিললো একের পর এক ফাইটার জেট বা যুদ্ধ বিমানের। রাজধানীর আকাশে এত বিমান উড়া নিয়ে নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এটি আসলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাইপাস্ট। বাহিনীর ৫২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকার আকাশে মিগ-২৯, এফ-৭ সিরিজ যুদ্ধবিমান, সি-১৩০ পরিবহন বিমান এবং এমআই-সিরিজ বেল-২১২ হেলিকপ্টারের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের আয়োজন করা হয়।
এতে দেখা যায়, বিকট শব্দ আর মাঝ আকাশে শত্রুদের খোঁজে চক্কর কাটছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান। শত্রু বাহিনীর বিমানকে আঘাত হানা থেকে শুরু করে নানা নৈপুণ্য দেখাচ্ছে চৌকস বৈমানিক।
তবে গুলি বা বোমাবর্ষণ নয়, যুদ্ধ বিমান থেকে বের হচ্ছে নানা রঙ। যে রঙ রাঙ্গিয়ে তুলেছে রাজধানীর পুরো আকাশ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বৈমানিকদের সালাম গ্রহণ করেন। পরে ফুল দিয়ে স্বাগত জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যেকোনো সংকট ও যুদ্ধে নিজের জীবন বাজি রেখে দেশকে বাঁচাতে পিছ পা হবে না এমনটাই শপথ বিমান যোদ্ধাদের। এটির একটি প্রদর্শনী হিসেবে চলে বিমান বাহিনীর এ যুদ্ধ বিমানের চক্কর কাটা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।