ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না : হিরো আলম

হিরো আলম

বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে লড়ছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ইতিমধ্যে নির্বাচনি গণসংযোগও শুরু করেছেন তিনি। এ সময় তিনি বলেন, যতক্ষণ নিশ্বাস আছে ততক্ষণ ভোটের মাঠ থেকে কেউ সরাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা না হবে মাঠে থাকব। প্রয়োজনে লাশ হয়ে ফিরব, তবু ফলাফল নিয়ে আসব।

হিরো আলম

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে বগুড়ার সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এরে আগে সন্ধ্যায় নন্দীগ্রামের মুরাদপুর বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন বলে অভিযোগ করেন তিনি। পরে রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, সন্ধ্যায় মুরাদপুর বাজারে কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে যাই। কিন্তু বাজারে প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার কয়েকজন সমর্থক এসে বাধা দেন। তারা বলেন, এখানে নৌকার প্রচার হবে। আর কারও প্রচার হবে না। তোরা এখান থেকে চলে যা। তার মানে এরা নৌকার লোক, মানে তানসেনের লোক। ওই সময় একজন বাঁশ নিয়ে এলো। তখন আমার একজন লোক বলল ভাই আপনারা এমন করছেন কেন? এ কথা বলার পাশাপাশি মোবাইল দিয়ে ভিডিও, ছবি নিতে থাকে। এটা দেখে তারা সেই মোবাইল কেড়ে নেয়। ধাক্কাধাক্কি শুরু করে। তখন অবস্থা দেখে আমি নন্দীগ্রাম থানার ওসিকে ফোন দেই। তিনি এসে সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে শুনেছেন। তারাও বলেছে এখানে ঝামেলা হয়েছে। এলাকার লোক সাক্ষ্য দিছে।

তিনি বলেন, ওখানে পাঁচজন ছিল। তাদের নাম পেয়েছি। তারা হলেন- কাওসার, সাইদুল, আলম, মাহিন ও জাহিদ। এই পাঁচজন লোক গণ্ডগোল করার চেষ্টা করেছে।

ডাব প্রতীকের প্রার্থী হিরো আলম বলেন, এখনই যদি নৌকার লোক প্রচারণায় বাধা দেয় তাহলে নির্বাচনের দিন কী হবে? এরা জানে নির্ঘাত আমি গতবার ভোটে পাস করেছি। আমি ভোট পেয়েছি। এই নৌকার লোকজন জোর করে ফেল করায়ছে। এবারও আমি ভোটে পাস করতে পারবো। আমাকে লোকজন বলেছে তোমাকে একবার ভোট দিয়েছি। তাদের বলেছি আরও একবার সুযোগ দেন। আপনাদের কাছে আরেকবার ভোট চাই। তারা আমাকে ভোট দেয়ার নিশ্চয়তা দিয়েছে। গণজোয়ার আসতেছে। তারা (নৌকার লোকজন) দেখেছে, বুঝতে পেরেছে। এ জন্য এখন থেকেই আমাকে আঘাত করার চেষ্টা করেছে।

হিরো আলম বলেন, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমাকে কেউ দমাতে পারবে না। ভোটের মাঠ থেকে সরাতে পারবে না। হিরো আলম মৃত্যুকে ভয় পায় না। সত্যের পথে আছি, থাকব। ভোটের দিন পর্যন্ত মাঠে থাকব। যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা না হবে মাঠে থাকব। প্রয়োজনে লাশ হয়ে ফিরব, তবু ফলাফল নিয়ে আসব।

গণসংযোগকালে হিরো আলম বলেন, বাংলাদেশ কংগ্রেস থেকে দলীয় মনোনয়ন পেয়ে ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছি। ফাঁকা মাঠে গোল দিতে দেব না। এজন্যই প্রার্থী হয়েছি। গত উপ-নির্বাচনে আমার ভোটের ফলাফল ছিনিয়ে নেয়ার পূর্বের সেই জবাব দিতে আপনারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আসুন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না।

অভাবে ৩ দিনের সন্তান দত্তক দিলেন মা

তিনি আরও বলেন, বগুড়া-৪ আসনের সাধারণ মানুষ আমাকে ভালোবেসে ভোট দেবেন। আমি সুখে-দুঃখে এই এলাকার মানুষদের পাশে থাকতে চাই। আগামী ৭ জানুয়ারি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, এটাই আশা করছি।