বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাম্প্রতিক প্রান্তিকগুলোয় Foldable Phone এর বেশ জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিকভাবে এ সেগমেন্টে অনেকটা একচেটিয়া অবস্থান দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের। কিন্তু চীনের বাজারে স্থানীয় প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েরই আধিপত্য দেখা যাচ্ছে। বিশ্বের বৃহত্তম এ স্মার্টফোন বাজারে ফোল্ডেবল ফোনের ৬৪ শতাংশ শেয়ারই হুয়াওয়ের। খবর গিজমোচায়না।
সম্প্রতি প্রকাশিত আইরিসার্চ চায়নার এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ জুড়ে চীনে Foldable Phone এর বাজারে ৬৪ শতাংশ শেয়ার হুয়াওয়ের। বাজারে চাহিদার কথা মাথায় রেখে ২৩ ডিসেম্বর পি৫০ পকেট নামে আরেকটি ফোল্ডেবল ফোন আনার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্টটি। হুয়াওয়ের জনপ্রিয় দুটি Foldable Phone হচ্ছে হুয়াওয়ে ম্যাট এক্স২ ও হুয়াওয়ে পি৫০। ফোন দুটি অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ৩ ও গ্যালাক্সি জি ফ্লিপ-৩-এর মতো।
অপরদিকে, নতুন বছরে Foldable Phone আনবে অনর। হুয়াওয়ের কাছ থেকে আলাদা হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেশকিছু স্মার্টফোন বাজারে এনেছে অনর। প্রিমিয়াম ডিভাইসের পর এবার Foldable Smartphone নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে আগামী বছর ফাইভজি প্রযুক্তির ম্যাজিক ফোল্ড স্মার্টফোন আনতে পারে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
কয়েক মাস ধরে বাজারে অনরের Foldable Smartphone উন্মুক্তের বিষয়ে গুঞ্জন চলছে। সম্প্রতি অনর ম্যাজিক ফোল্ড স্মার্টফোনের তথ্য অনলাইনে প্রকাশ পেয়েছে। ডিজাইনের দিক থেকে নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি স্যামসাং গ্যালক্সি জে ফোল্ড সিরিজের অনুরূপ। প্রতিষ্ঠানটি আরো একটি Foldable ফোন আনার ব্যাপারে কাজ করছে, যেখানে ক্ল্যামশেলের ফর্ম ফ্যাক্টর থাকতে পারে বলে জানা গেছে।
অনরের সাম্প্রতিক ট্রেডমার্ক ফাইলিংয়ের তথ্যানুযায়ী, ম্যাজিক ফোল্ডের পাশাপাশি প্রতিষ্ঠানটি ম্যাজিক উইং স্মার্টফোন উন্মুক্তের বিষয়েও কাজ করছে বলে জানা গেছে। বাজারে আসার পর স্মার্টফোনগুলো স্যামসাং, হুয়াওয়েসহ অন্য ব্র্যান্ডের স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
নতুন Foldable Phone উন্মুক্তের মাধ্যমে চীনে অনর তাদের বাজার বাড়াতে পারবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ১৫ শতাংশ বাজার নিয়ে প্রতিষ্ঠানটি এরই মধ্যে দেশটির তৃতীয় বৃহত্তম স্মার্টফোন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।