বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং, মটোরোলা, হুয়াওয়ে অনেক আগে থেকেই ফোল্ডেবল ফোন বাজারে আনছে। যদিও চীনা স্মার্টফোন ব্র্যান্ড, শাওমি অপো ও গতবছর থেকে এই তালিকায় নাম লিখিয়েছে। আরেক চীনা ব্র্যান্ড, ভিভোও আগামী ১১ এপ্রিল তাদের প্রথম ফোল্ডেবল ভিভো এক্স ফাইন্ড লঞ্চ করতে চলেছে। আবার শোনা যাচ্ছে ওয়ানপ্লাস আগামী কয়েক মাসের মধ্যে একটি ফোল্ডিং ডিজাইনের ফোন বাজারে আনবে।
টিপস্টার, যোগেশ ব্রার দাবি করেছেন যে, ওয়ানপ্লাস তাদের প্রথম ফোল্ডেবল ফোনের উপর থেকে কাজ করছে। এই ফোনটি আগামী কয়েক মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে। এছাড়া এই ফোল্ডেবল ফোনের ডিজাইন ওপ্পো-র প্রথম ফোল্ডিং ফোন, অপো ফাইন্ড এন এর মতো হতে পারে। যদিও ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি অপো ফাইন্ড এন এই ফোনটি আপাতত চীনে লঞ্চ হয়েছে। এই ফোনের বাইরের দিকে একটি ৫.৪৯ ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। ভেতরের দিকে অর্থাৎ ফোল্ডিং ডিসপ্লে হিসেবে উপস্থিত ‘অপো স্ক্রিন, সম্পূর্ণ খোলা অবস্থায় যার পরিমাপ ৭.১ ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য অপো ফাইন্ড এন ফোনে ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত।
এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য বাইরের দিকে একটি ৪২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ভিতরের স্ক্রিনে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৩৩ ওয়াট SuperVOOC ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে ১৫ ওয়াট AirVOOC ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।