লাইফস্টাইল ডেস্ক : বেড়াতে যাওয়ার অন্যতম প্রাপ্তি হলো একরাশ নতুন অভিজ্ঞতা। কিন্তু চাঙ্গা হতে গিয়ে যদি উল্টে বিপাকে পড়তে হয়, তা হলে দুর্ভোগের শেষ থাকে না। কখন, কী পরিস্থিতি তৈরি হবে, তা আগে থেকে বলা যায় না। কিন্তু বিপদ-আপদ তো আর বলেকয়ে আসে না। তবে বেড়ানোর আগে সঠিক পরিকল্পনা থাকলে, সমস্যা হওয়ার কথা নয়। কোন ভুলে বেড়ানোর আনন্দে মাটিতে মিশে যেতে পারে?
সঠিক পরিকল্পনার অভাব
আগে থেকে কোনও পরিকল্পনা না থাকলে বেড়ানোর আনন্দ ভেস্তে যেতে পারে। যেখানে যাচ্ছেন, সেই জায়গা সম্পর্ক যত বেশি পূর্ব গবেষণা থাকবে, ততই ভালো। যেখানেই যান, আগে থেকে হোটেল বুক করা শ্রেয়। জায়গায় পৌঁছে ঘর বুক করার ভাবনা থাকলে বাড়তি টাকা গচ্চা যাওয়া ছাড়াও, অন্য কিছু সমস্যাও হতে পারে।
বুঝেশুনে খাওয়া
নতুন জায়গায় গিয়ে সেখানকার স্থানীয় খাবার চেখে দেখার ইচ্ছা থাকেই। কিন্তু খাওয়াদাওয়ার পরিমাণের দিকে নজর দিতে হবে। তাতে হজমের গোলমাল হতে পারে। অচেনা জায়গায় যে হাতের কাছেই সব সময় ওষুধের দোকান থাকবে, তা কিন্তু নয়। সেই বিষয়টি মাথায় রেখেই খাওয়াদাওয়া করা জরুরি।
ঘড়ি ধরে কাজ
বেড়াতে গিয়েছেন মানেই যে সময়ের বিপরীতে চলবেন, তা কিন্তু নয়। বরং সময়মেপে চললে ভ্রমণ হবে সুখের এবং আনন্দের। ঘুরতে গিয়েও সময় সম্পর্কে সচেতন হওয়া জরুরি। তা না হলে বিমান কিংবা ট্রেন মিস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।