গুগল ম্যাপ অনুসরণ করে খালে পড়লো গাড়ি

গুগল ম্যাপ

আন্তর্জাতিক ডেস্ক : অচেনা পথে দিশা দেখাতে বহু মানুষই ভরসা করেন গুগল ম্যাপের ওপর। কিন্তু সেই ম্যাপও কখনো কখনো ভুল হতে পারে। তেমনই নিদর্শন দেখা গেল ভারতের কেরালা রাজ্যে। গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে একটি গাড়ি সোজা গিয়ে পড়েছে খালে। খবর টাইমস নাউ নিউজের।
গুগল ম্যাপ
খবরে বলা হয়, যখন দুর্ঘটনা ঘটে তখন কেরালায় স্থানীয় সময় রাত সাড়ে ১০টা। এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়ি ফিরছিলেন সোনিয়া নামের এক নারী। পেশায় চিকিৎসক তিনি। সঙ্গে ছিল তার তিন মাসের শিশুকন্যা, মা ও এক আত্মীয়। কিন্তু রাতে পথ হারিয়ে ফেলেন তিনি। তারপরই ইন্টারনেটে ম্যাপের সহায়তা নেন তিনি। আর তাতেই বিপত্তি। বুঝতে না পেরে একটি খালে পড়ে যায় গাড়ি।

খবরে আরও বলা হয়, গাড়িতে আপদকালীন সংকেত দেয়ার ব্যবস্থা ছিল। পানিতে পড়া মাত্র সেই সংকেত জারি করায় তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয় মানুষ। পানির স্রোতে ভেসে যাচ্ছিল গাড়িটি। ঘটনাস্থলের প্রায় ৩০০ মিটার দূরে কোনো রকমে দড়ি ছুড়ে উদ্ধার করা হয় যাত্রীদের। তবে ডুবে যায় গাড়িটি।

সপ্তাহে তিন দিন ছুটি: কর্মীরা বলছেন, বেতনই সবকিছু নয়!