লাইফস্টাইল ডেস্ক : কর্মব্যস্ততার কারণে বর্তমানে নিয়মিত বাজার করার সময় পান না বেশীরভাগ চাকরিজীবী। তাই ছুটির দিনেই পুরো সপ্তাহের সবজি, ফল, মাছ কিনে রাখেন অনেকেই। তারপর সেগুলি পরিষ্কার করে ফ্রিজে রেখে পুরো সপ্তাহজুরে খাওয়া হয়।
কেউ কেউ তো কাজের সুবিধার জন্য শাকসবজিও কেটে রেখে দেন ফ্রিজে। তবে এমন কয়েকটি খাবার আছে, যেগুলি ফ্রিজে রাখা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। জেনে নিন কোন কোন খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না।
কলা
কলা সব সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হয়। ঘরের তাপমাত্রায় কলা কাঁচা থাকলেও তা পেকে যায়। তবে ফ্রিজে কলা রাখলে স্বাভাবিকের তুলনায় বেশি তাড়াতাড়ি পচন ধরে।
পাউরুটি
অনেকেই পাউরুটি ভাল রাখতে ফ্রিজে রেখে দেন। এতে পাউরুটি আরও বেশি করে শুকিয়ে যায়। এর গুণমানও চলে যায়। তাই পাউরুটি ফ্রিজে না রাখাই ভাল।
নীল রঙের কলা ‘ব্লু জাভা’, আইসক্রিমের মতো স্বাদনীল রঙের কলা ‘ব্লু জাভা’, আইসক্রিমের মতো স্বাদ
মধু
দীর্ঘ দিন মধু ভাল রাখতে ফ্রিজে রাখেন? মধুর স্বাদ নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে, গুণাগুণও নষ্ট হয়ে যায়। তাই ফ্রিজে না রেখে বরং একটি অন্ধকার কোনও জায়গায় মধু মজুত রাখতে পারেন, তা হলেই মধু অনেক দিন পর্যন্ত ভাল থাকবে।
রসুন
রান্নার সময় বাঁচাতে অনেকেই রসুন ছাড়িয়ে কিংবা রসুন বেটে ফ্রিজে রেখে দেন। ফ্রিজও থেকে বের করে সহজেই রান্নায় দিয়ে দেওয়া যায়। তবে আস্ত রসুন ফ্রিজে রাখলে ছত্রাক বাসা বাঁধতে পারে তার গায়ে। তাই এই অভ্যাস কিন্তু মোটেই ভাল নয়।
ব্যাটারিতে চার্জ থাকবে দীর্ঘক্ষণ, ফাঁস iQOO-র নতুন স্মার্টফোনের ফিচার
আলু
ফ্রিজে না রেখে আলু সব সময়ে ঝুড়িতে করে খোলা জায়গায় রাখা উচিত। ফ্রিজের তাপমাত্রা আলুতে থাকা কার্বোহাইড্রেটকে নষ্ট করে দেয়। রান্না করার পর আলুর স্বাদ বদলে যেতে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।