ফুটবল মাঠে খেলোয়াড় বা কোচদের লাল কার্ড দেখা নিয়মিত ঘটনা হলেও, এবার এক অদ্ভুত ও বিরল ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সরাসরি এক দর্শককেই লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছেন রেফারি। স্কটল্যান্ডের চতুর্থ সারির পেশাদার ফুটবল লিগ ‘লিগ টু’-তে এই কাণ্ড ঘটেছে।

গত শনিবার (১০ জানুয়ারি) এডিনবার্গ সিটি ও স্টার্লিং অ্যালবিওনের মধ্যকার ম্যাচে এই নাটকীয় দৃশ্য দেখা যায়। ম্যাচে রাসেল ম্যাকলিনের হ্যাটট্রিকে স্টার্লিং ৪-১ গোলের বড় জয় পায়। তবে ম্যাচের ৮৬ মিনিটে সব আলো কেড়ে নেন রেফারি জোশ হে। গ্যালারিতে থাকা এক দর্শক ক্রমাগত ম্যাচে বিঘ্ন সৃষ্টি করায় রেফারি পকেট থেকে লাল কার্ড বের করে তার দিকে উঁচিয়ে ধরেন এবং নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন ওই দর্শককে সরিয়ে নিতে।
স্কটিশ সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, রেফারি বিষয়টি কিছুটা হাস্যরসাত্মকভাবে করেছিলেন, যা স্টেডিয়ামের বাকি দর্শকদের মধ্যে হাসির খোরাক জোগায়। বাস্তবে ওই দর্শককে শেষ পর্যন্ত স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়েছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও রেফারির এই ভঙ্গি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি।
স্টার্লিং অ্যালবিওন তাদের অফিশিয়াল ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে এই ঘটনার ছবি পোস্ট করলে শুরু হয় বিতর্ক। একজন ফুটবল অনুরাগী কঠোর সমালোচনা করে লিখেছেন,‘রেফারি বড়জোর নিরাপত্তারক্ষীদের বলতে পারতেন, দর্শককে লাল কার্ড দেখানো স্রেফ নিজেকে জাহির করার চেষ্টা।’
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
অন্যদিকে, এডিনবার্গের এক সমর্থক রেফারির ভুল সিদ্ধান্তের ক্ষোভ ঝেড়ে মন্তব্য করেন,‘রেফারির উচিত ছিল নিজেকে লাল কার্ড দেখানো। হ্যান্ডবল মিস থেকে শুরু করে পেনাল্টি না দেয়া—পুরো ম্যাচেই রেফারির সিদ্ধান্তগুলো ছিল হতাশাজনক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


