স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই শেষ হয়েছে ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র ৬ দিন পর জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে ফুটবলের মহাযজ্ঞও। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ নিয়ে এই মুহূর্তে উন্মাদনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট পাড়ায়।
এই মুহূর্তে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন খেলতে আরব আমিরাতে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ আরও কিছু ক্রিকেটার। যেখানে তারা বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের হয়ে খেলবেন। সেই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল এবারের কাতার বিশ্বকাপ জিতবে কোন দল?
এর উত্তরে বাংলা টাইগার্সের একেক ক্রিকেটার একেক উত্তর দিয়েছেন। তবে সবচেয়ে ভিন্ন উত্তর দিয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব। তিনি জানিয়েছেন, বিশ্বকাপটা নাকি তিনিই জিতবেন।
বাংলা টাইগার্স নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটা ভিডিও দিয়েছে। যেখানে দেখা যায়, ক্রিকেটারদের কে বিশ্বকাপ জিতবে এমন প্রশ্ন করলে, বেন কাটিং ব্রাজিলের নাম বলেন। বাংলা টাইগার্সের কোচ টাটেন্ডা টাইবু বেছে নেন ইংল্যান্ডকে। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদের বাজি আর্জেন্টিনার পক্ষে।
অন্যদিকে সাকিবের কাছে যেতেই এই টাইগার ক্রিকেটার বলেন, ‘আমি’। অবশ্য এটা সকলেই জানেন, সাকিব আর্জেন্টিনার সমর্থক। ফলে ‘আমি’ দিয়ে সাকিব কী তবে আর্জেন্টিনাকেই বুঝিয়েছেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।