গাজায় মানবিক সহায়তা পাঠানোর আহ্বান ফুটবলার মোহাম্মদ সালাহর (ভিডিও)

মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক : ইসরায়েল-হামাস দ্বন্দ্বে বিপর্যস্ত ফিলিস্তিনের জনজীবন। একের পর এক বোমা হামলায় দেশটির রাজধানী গাজার শতশত মানুষ প্রতিদিন নিহত হচ্ছেন। হামলা থেকে রক্ষা পাচ্ছেন না নারী, শিশুরাও। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৪৭৮ জন নিহত হয়েছেন। সবকিছু মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি পার করছে গাজা।

মোহাম্মদ সালাহ

গাজার এমন অবস্থায় ক্রীড়াঙ্গনের অনেকেই বার্তা দিলেও এতদিন চুপ ছিলেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। মুসলিম ফুটবলারদের মধ্যে সেরাদের একজন হয়েও কোনো প্রতিবাদ না করায় সমালোচনার মুখেও পড়তে হয় সালাহকে। অবশেষে নিজের সেই নীরবতা ভেঙেছেন ইংলিশ ক্লাব লিভারপুলের এই ফরোয়ার্ড।

গাজার এই পরিস্থিতিকে ‘হত্যাযজ্ঞ’ বলে আখ্যায়িত করেছেন সালাহ। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পাঠানোর আহ্বানও জানান ৩১ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

স্ত্রী ব্যাঙেরা অপছন্দের পুরুষ এড়াতে মৃত্যুর ভান করে: গবেষণা

সালাহ বলেন, ‘এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পরিবারগুলোকে ছিন্ন-বিচ্ছিন করে দেওয়া হচ্ছে। এখনই গাজায় মানবিক সহায়তা পাঠানোর উত্তম সময়। সেখানকার মানুষজন ভয়ংকর পরিস্থিতির মধ্যে রয়েছে।’

ভিডিও বার্তায় লিভারপুলের এই ফুটবলার আরও বলেন, ‘গাজার হাসপাতালগুলোর চিত্র খুবই ভয়াবহ। সেখানকার মানুষদের এখন জরুরিভিত্তিতে খাবার, পানি ও চিকিৎসা প্রয়োজন।’