বিনোদন ডেস্ক : দুই যুগ আগের নিজের প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে অভিষেকেই ‘খ্যাতি কুড়ানো’ নির্মাতা করণ জোহর ফের নিজের সেই ছবির ‘চুলচেরা’ সমালোচনা করেছেন।
তার ভাষ্য, ওই সিনেমায় ‘জেন্ডার পলিটিক্স’ এর ভুল বার্তা তুলে ধরেছেন তিনি। এছাড়া সিনেমার নায়ক রাহুলের প্রেম বিয়ে জীবন মৃত্যু নিয়েও তিনি ভুলভাল দর্শন তুলে ধরেছিলেন বলে এখন মনে করছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত ‘ত্রিভূজ’ প্রেমের গল্পের ওই জনপ্রিয় সিনেমায় নিজের কিছু ‘ভুল’ নিয়ে সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বিরক্তি প্রকাশ করেন করণ।
তিনি বলেন, “অনেক হালকা ব্যাপার দেখিয়েছি সিনেমায়। এবং তার চেয়েও বড় কথা, সিনেমার গল্প ‘জেন্ডার পলিটিক্স’ এর ভুল বার্তা দিয়েছে।“
সিনেমায় শাহরুখ অভিনীত রাহুল চরিত্রকে ‘বিভ্রান্ত’ মানুষ হিসাবে এখন মনে হচ্ছে করণের কাছে। তার মতে, রাহুল যা করেছিল, তার সবই ‘ভুল’।
“রাহুল যখন কলেজে পড়ুয়া একটি ছেলে, তখন তার বিশ্বাস ছিল, মানুষ পৃথিবীতে একবারই আসে, মৃত্যুও একবারই হয়, এবং প্রেম-বিয়েও জীবনে একবার। অথচ এই রাহুলই দুবার প্রেমে পড়ে এবং দুবার বিয়ে করে। আমি চাই না এই যুগের ছেলেরা এ ধরনের চিন্তাভাবনা করুক। আসলে সিনেমায় ‘জেন্ডার পলিটিক্স’টাই ভুল হয়েছিল।“
এর আগেও এ সিনেমায় কাজলের ‘চরিত্রায়ন’ নিয়ে করণের বিরুদ্ধে সরব হয়েছিলেন সিনে সমালোচকরা। তাদের ভাষ্য ছিল, করণ কলেজ জীবনে ‘অঞ্জলির চরিত্রে কাজলকে ‘পুরুষসুলভ নারী’ দেখিয়েছেন, যিনি মেয়েদের মত সাজ পোশাক পরেন না, ‘মেয়েলিপনা’ যার ভেতরে নেই বললেই চলে। কিন্তু টিনা চরিত্রে রানির মৃত্যুর পর শাহরুখের সঙ্গে যখন ফের কাজলের দেখা হয়, তখন কাজল লম্বা চুল আর শাড়ি পরা বদলে যাওয়া এক নারী। যার প্রেমে পড়তে শাহরুখের আপত্তি নেই।
করণের ভাষ্য,‘আমি যখন এই সিনেমার চিত্রনাট্য লিখি, আমার বয়স তখন মাত্র ২৪। এত বছর পর যখন এই সিনেমা বা “কাভি খুশি কাভি গাম” দেখি, তখন ভেবে পাই না, কী ভেবে আমি এমন গল্প লিখেছিলাম।”
তবে অনেক ‘আবেগ’ নিয়ে যে ‘কুছ কুছ হোতা হ্যায়’ বানানো হয়েছিল, সে কথাও করণ স্বীকার করেন।
এর আগে এই সিনেমার দুটি দৃশ্য ‘ঠিক নেই’ বলে সরাসরি সমালোচনা করেছিলেন শাহরুখ।
তিনি বলেছিলেন, “আমি একদিকে কাজলের গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করছি, অন্য দিকে আরেক নায়িকা রানির হাত চেপে ধরে তার যাওয়ার পথ আটকাচ্ছি। একটি দৃশ্যে দুই নারীকে নিয়ে এই ধরনের কাজ দেখানো ঠিক হয়নি। এছাড়া কাজলের শাড়ির আঁচল খসে পড়ার পর আমি তাকে নতুন চোখে দেখতে থাকি, সেটাও ভালো হয়নি।“
শাহরুখের সামলোচনার জবাবে করণ বলেছিলেন, “হ্যাঁ, কাজলের শাড়ির দৃশ্যটি ঠিক ছিল না। আমি যা বোঝাতে চেয়েছিলাম, সেটা ফুটিয়ে তুলতে পারিনি। বরং ওই দৃশ্যের মাধ্যমে একজন নারীকে ‘বস্তু’ হিসেবে দেখানো হয়েছে।“
তারুণ্য-বন্ধু্ত্ব আর প্রেমের সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তি পায় ১৯৯৮ সালে। সিনেমায় এক বাবা-মেয়ের সম্পর্কও তুলে ধরা হয়।ওই বছরে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল করণের ওই সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।