ফোর্বসের তালিকায় ৭ বাংলাদেশি

বাংলাদেশি

জুমবাংলা ডেস্ক : বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছরই সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ করে। আজ বৃহস্পতিবার ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এ বছরের ৩০ বছরের কম বয়সি এশীয় তরুণদের তালিকা। তাদের মধ্যে সাত বাংলাদেশি রয়েছে।

বাংলাদেশি

১০টি ক্যাটাগরিতে ৩০ জন করে মোট ৩০০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন, সামাজিক প্রভাব ও কনজ্যুমার টেকনোলজিতে ক্যাটাগরিতে সাতজন বাংলাদেশি ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ লিস্টে আছেন।

তালিকার মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে মার্কোপলো ডটএআই’র সহ-প্রতিষ্ঠাতা রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন রয়েছেন। ২০২২ সালে কোম্পানিটি ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘সিঙ্গাপুর ভিসি’ থেকে সাত লাখ মার্কিন ডলার বিনিয়োগ পায়।

সোশ্যাল ইম্প্যাক্ট বা সামাজিক প্রভাব ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের রিল্যাক্সি’র সহ-প্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান। মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশি তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মে সহায়তা দিয়ে থাকে রিল্যাক্সি।

এই তালিকায় নাম রয়েছে সারাবন তহুরা তুরিন এবং আনোয়ার সায়েফ অনিক। তারা টার্টল ভেঞ্চার স্টুডিও-র প্রতিষ্ঠাতা। যা তরুণ স্টার্টআপদের অর্থায়ন, পরামর্শদান, একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কে অ্যাক্সেস এবং কৌশলগত সহায়তা প্রদান করে থাকে।

কান চলচ্চিত্র উৎসবে মেয়েকে সাথে নিয়ে ঐশ্বরিয়া

সবশেষে আছে এগ্রোসিফ্ট টেকনোলজিস এর সহ-প্রতিষ্ঠাতা দীপ্ত সাহা। এগ্রোসিফ্ট টেকনোলজিস হলো একটি কৃষি সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম যা ব্যবসাগুলোকে সরাসরি কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে দেয় , ভোক্তাদের দাম কমায় এবং কৃষকদের ন্যায্য মূল্য পেতে সহায়তা করে।