ফোর্বসের শীর্ষ ২০ ধনীর তালিকা প্রকাশ, পিছিয়েছেন ইলন মাস্ক

ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা। বিশ্বজুড়ে শেয়ারবাজারের উত্থান-পতন, রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধের মধ্যেও এ বছর ফোর্বসের তালিকায় আগের বছরের তুলনায় শতকোটিপতি বা বিলিওনিয়ারের সংখ্যা বেড়েছে।

ইলন মাস্ক

ফোর্বস সাময়িকীর তথ্যমতে, ২০২৪ সালে সারা বিশ্বে শতকোটিপতি রয়েছেন ২ হাজার ৭৮১ জন, যা গত বছরের তুলনায় ১৪১ জন বেশি। বিশ্বের শীর্ষ ধনীদের দখলে রয়েছে ১৪.২ ট্রিলিয়ন (১ লাখ কোটি) মার্কিন ডলার মূল্যের সম্পদ।

ফোর্বসের ২০২৪ সালের শতকোটিপতিদের তালিকার প্রথমেই আছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। ৭৫ বছর বয়সী আর্নল্ট ও তার পরিবার ২৩৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। ফ্যাশন-দুনিয়ার আলোচিত আর্নল্ট লুই ভিটন, সেফোরাসহ ৭৫টি ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ডের মালিক। গত বছরের শেষ দিকে শীর্ষ ধনীর তালিকায় প্রথমে ছিলেন এক্স, টেসলা, স্পেসএক্সসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের মালিক ইলন মাস্ক। এ বছরের জানুয়ারিতে ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সেরা ধনী হন আর্নল্ট। ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯৫ বিলিয়ন মার্কিন ডলার।

শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে আছেন ৬০ বছর বয়সী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৯৪ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় চতুর্থ স্থানে আছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার মালিক ৩৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় পঞ্চম স্থানে আছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ৭৯ বছর বয়সী ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ১৪১ বিলিয়ন মার্কিন ডলার।

ফোর্বসের তালিকায় মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আছেন সপ্তম স্থানে। তার মোট সম্পদের মূল্য ১২৮ বিলিয়ন মার্কিন ডলার। তালিকার অষ্টম স্থানে আছেন মাইক্রোসফটেরই সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার। ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফটকে নেতৃত্ব দেওয়া ৬৮ বছর বয়সী স্টিভ বালমারের সম্পদের পরিমাণ ১২১ বিলিয়ন মার্কিন ডলার। তালিকার ১০ নম্বরে আছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ। ৫১ বছর বয়সী ল্যারি পেজের মোট সম্পদের পরিমাণ ১১৪ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় ১১তম স্থানে আছেন গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। ৫০ বছর বয়সী ব্রিনের আছে ১১০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ। সূত্র: ফোর্বস