বিনোদন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে সারা দেশের ৬৪টি জেলার ১৬৪টি প্রেক্ষাগৃহে দর্শকের রয়েছে উপচে পড়া ভিড়। এরইমধ্যে রাজধানীর একটি হলে আজ সিনেমাটি দেখলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
১৩ অক্টোবর থেকে সারা দেশে ১৫৩টি প্রেক্ষাগৃহের প্রায় ২০০ পর্দায় দেখা যাচ্ছে ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ চলচ্চিত্র।
সিনেমা হলে গিয়ে আজ সিনেমাটি দেখছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্বও।
আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীর একটি সিনেপ্লেক্সে দর্শকরা বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের চিত্রায়ন দেখেন মুগ্ধতা নিয়ে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তারা দেখছেন এ বিশেষ শো-টি। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া অভিনয় করেছেন।
এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী। ২ ঘণ্টা ৫৮ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমাটি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মাণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।