জুমবাংলা ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সর্বমোট ১২ কর্মকর্তার অস্ট্রেলিয়া সফর বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কর্মকর্তাদের ওই সফল বাতিল করা হয়েছে। এর আগে গত ১২ মে সরকারি চাকরীজীবীদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য ইউজিসির দুজন সদস্য, সচিবসহ ইউজিসির ১১ কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের একান্ত সচিবের আগামী ২৮ মে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান এ বিষয়ে বলেন, আমাদের দেশ উন্নয়নশীল হওয়ায় অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের আর টিউশন ফি মওকুফ করবে না। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া যাওয়া অনেকটা সংকুচিত হয়ে যাবে।
তিনি আরও বলেন, এই বিষয়ে উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রায় দশটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা হয়। তারা আমাদের আশ্বাস দিয়েছিল, বাংলাদেশি শিক্ষার্থীরা শুধুমাত্র প্লেন ফেয়ার ও থাকার খরচ দিলেই অস্ট্রেলিয়াতে পড়তে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে কোনো ধরনের টিউশন ফি লাগবে না। মূলত এই বিষয়ে অস্ট্রেলিয়ার প্রায় ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল।
ইউজিসি সচিব ফেরদৌস জামান জানান, কিন্তু ১২ মে অর্থ মন্ত্রণালয়ের বিদেশ সফরে সরকারি কর্মকর্তাদের উপর বিধি-নিষেধ আসায় এই বিষয়ে গত বৃহষ্পতিবার আমরা সভা করি। সভায় এই অবস্থায় বিদেশ সফরে না যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সোমবার শিক্ষা মন্ত্রণালয় সে বিষয়েই প্রজ্ঞাপন জারি করেছে। অস্ট্রেলিয়া সফর বাতিল হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে ফেরদৌস জামান বলেন, তা বলা যেতেই পারে। কারণ পরবর্তীতে এই চুক্তি করা সম্ভব হবে কী না, তা বলা কঠিন।
এর আগে, সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখা থেকে এসংক্রান্ত নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ। উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত নির্দেশনায় পরিপত্র জারির কারণ হিসেবে বলা হয়েছে, কভিড-১৯-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণসহ সব রকম বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। এ আদেশ উন্নয়ন ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো নতুন যেসব প্রতিষ্ঠান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।