আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ইন্দোনেশিয়ার বালি দ্বীপ ভ্রমণে বিদেশি পর্যটকদের এখন এক লাখ ৫০ হাজার রুপিয়া (প্রায় ১০ ডলার) প্রবেশ কর দিতে হবে। বুধবার ভ্যালেন্টাইন্স ডে থেকেই এটি কার্যকর করা হয়েছে। খবর বিবিসির।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, দ্বীপের পরিবেশ ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার বালি দ্বীপ বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে অন্যতম। প্রতিবছর বিশ্বের লাখ লাখ পর্যটক ভিড় করেন এই দ্বীপে। সরকারী তথ্য দেখা যায়, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে প্রায় ৪৮ লাখ পর্যটক বালিতে ঘুরতে গিয়েছিলেন।
বিবিসি বলছে, গত বছর এই প্রথম ঘোষণা করা হয়েছিল, বুধবার থেকে এই কার্যকর হয়েছে। এটি বিদেশি বা দেশের অন্যান্য অংশ থেকে প্রদেশে প্রবেশকারী বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য এবং ইন্দোনেশিয়ান পর্যটকদের এই কর থেকে ছাড় দেওয়া হয়েছে। লাভ বালি ওয়েবসাইটের মাধ্যমে ভ্রমণকারীদের আগমনের আগেই এই অর্থ পরিশোধ করার আহ্বান জানানো হয়।
ঘোষণাটি এমন দিনে এসেছিল যেদিন লক্ষাধিক ইন্দোনেশিয়ান তাদের নতুন প্রেসিডেন্ট এবং আইনসভা নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।