আন্তর্জাতিক ডেস্ক : এখনও নির্মাণাধীন সৌদি আরবের ক্রাউন প্রিন্সে মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) স্বপ্নের প্রকল্প নিওমের মহানগরী দ্য লাইন। তার স্বপ্নদর্শী প্রকল্পটি বিস্ময়, ধাক্কা, অভিনন্দন, উদ্দীপনা থেকে শুরু করে সংশয় পর্যন্ত সবই প্রত্যক্ষ করেছে, এবং একই সাথে নিওম সবচেয়ে পছন্দের মহাপ্রকল্প হিসাবে আবির্ভ‚ত হয়েছে। এর মধ্যেই সেখানে বাড়ি কিনতে ও বিনিয়োগ করতে আগ্র প্রকাশ করেছেন বিদেশী এবং প্রবাসীরা।
এর পরামর্শদাতা প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্কের ডেস্টিনেশন সৌদি-এর সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, সৌদি আরব-ভিত্তিক প্রবাসীদের ২৯ শতাংশ ১ লাখ কোটি ডলার মূল্যের মেগাসিটি নিওমে বাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবে প্রবাসীদের ৪২ শতাংশ ১শ’ ৭০ কিলোমিটার বিস্তৃত দ্য লাইনে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে।
মিনার অংশীদার ও গবেষণা প্রধান ফয়সাল দুররানি বলেন, ‘নিওম ক্রমাগতভাবে সৌদিদের জন্য সবচেয়ে পছন্দের স্থানে পরিণত হচ্ছে। তারা দেশটির মহা প্রকল্পটিতে বাড়ি কেনার দিকে নজর রাখছে, এবং এটা প্রতীয়মান হয় যে প্রবাসীরাও বেলজিয়াম-আকারের ৫০ হাজার কোটি ডলারের পরিকল্পিত অত্যাধুনিক প্রকল্পটির দিকে আকর্ষিত হয়েছে।’
দ্য লাইন এমন একটি শহর, যা সরাসরি মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত হবে। এবং কোনও রাস্তা, গাড়ি বা বায়ূ দূষণ ছাড়াই এটি ১শ’ শতাংশ পুনর্নবায়ন যোগ্য জ্বালানী-নির্ভর একটি টেকসই প্রকল্প হবে। এটি মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথের মধ্যে প্রয়োজনী সরবরাহের ব্যবস্থা করবে এবং একটি দক্ষ গণপরিবহন ব্যবস্থা মাত্র ২০ মিনিটের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাত্রা শেষ করবে। এখানে ২০৩০ সালের মধ্যে ৩ লাখ ৮০হাজারেরও বেশি কর্মসংস্থানের প্রত্যাশা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।