বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কতা নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। অনেকেই মোবাইলের স্ক্রিনের ক্ষতি এড়াতে প্রটেক্টর ব্যবহার করে থাকেন। কিন্তু এ ব্যাপারে সাবধান হতে বলল গ্লোবাল টেক ব্র্যান্ড শাওমি। এ নিয়ে বিশেষ বার্তাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস বলছে, সব ধরনের স্ক্রিন প্রটেক্টর ব্যবহার না করতে বলেছে শাওমি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তারা বলছে, আল্ট্রাভায়োলেট থেকে রক্ষা করার জন্য যে প্রটেক্টর ব্যবহার করা হয়, তা এড়িয়ে চলতে হবে। এটি ব্যবহার করলে স্ক্রিনের ক্ষতি হয়।
তবে অন্য যেকোনো প্রটেক্টর ব্যবহার করা যেতে পারে। যদিও এ ব্যাপারে অন্য কোনো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান কোনো সতর্কতা দেয়নি।
মোবাইলের স্ক্রিন প্রটেক্টর হিসেবে বিভিন্ন ধরনের প্রটেক্টর ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত আল্ট্রাভায়োলেট অ্যাডেসিভ প্রটেক্টর। এটি মোবাইল ব্যবহার সহজ করে।
এদিকে গ্লোবাল টেক ব্র্যান্ড শাওমি দেশের বাজারে নিয়ে এল রেডমি নোট ১৩। ডিভাইসটি কেবল একটি স্মার্টফোন নয়; বরং এটি ডিজাইন করা হয়েছে শিল্প ও প্রযুক্তির সমন্বয়ে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সুপারনোট’ ট্যাগলাইনে শাওমি এই নতুন ডিভাইসটি সম্প্রতি উন্মোচন করেছে। এই নোটটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলসহ ট্রিপল ক্যামেরা সিস্টেম, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।