সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র ড্রেজিং মেশিনের পাইপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (টিএ) আহবায়ক ও বিআইডব্লিউটিএ’র ডেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে (মেরিন) সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠিত হয়। এতে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের (অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার) একজন প্রতিনিধি, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং), এনএসআইয়ের একজন প্রতিনিধি ও ডিজিএফআইয়ের একজন প্রতিনিধি রয়েছেন।
ওই অফিস আদেশে তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন, অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতি ও দায়-দায়িত্ব নিরুপণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় নির্ধারণসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটি’র ড্রেজিং অফিসের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ থেকে ২৫টি পাইপ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।