জুমবাংলা ডেস্ক : স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে ১৫ সদস্যের উপকমিটি গঠন করেছে সরকার। উপকমিটি স্মার্ট বাংলাদেশ-২০৪১ বিনির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ চিহ্নিত করবে। এছাড়া ‘স্মার্ট জননিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং নিরাপদ ক্লাউড বিষয়ে কাজ করবে এই কমিটি।
গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকারের এই উপকমিটি স্মার্ট বাংলাদেশ-২০৪১ বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। স্মার্ট বাংলাদেশ-২০৪১ বিনির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহের উদ্দেশ্য, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় নির্ধারণ করতে হবে। নিজ অধিক্ষেত্রের বাইরে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ, বেসরকারি খাত/সংস্থা এবং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়সমূহ চিহ্নিত করবে। এ ছাড়া প্রণয়নকৃত কর্মপরিকল্পনার বাস্তবায়ন তদারকি এবং বাস্তবায়ন অগ্রগতি ষন্মাষিক ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সকে অবহিত করবে।
উপকমিটির সভা ত্রৈমাসিক ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
তবে বিশেষ প্রয়োজনে যেকোনো সময় সভা আয়োজন করতে পারবে। উপকমিটি প্রয়োজনে অন্য কোনো সদস্য কো-অপ্ট করতে পারবে। জননিরাপত্তা বিভাগ এ উপকমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী। সদস্য হলেন জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।