সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।
এরই অংশ হিসেবে রবিবার (০৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। অভিযানে মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সন্দেহভাজন আসামী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল কাদের মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। তিনি ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান।
পুলিশ জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া এক মামলায় সন্দেহভাজন আসামী আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, আইনী প্রক্রিয়া শেষে আগামীকাল (সোমবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আব্দুল কাদের মানিকগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইসরাফিল হোসেনর ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন। গত ২০২০ সালে ইউপি চেয়ারম্যান থাকাবস্থায় এক নারীকে ধর্ষণের অভিযোগে বরখান্ত হয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।