স্পোর্টস ডেস্ক : গতকাল পাঞ্জাব কিংসের কাছে সাত উইকেটে হেরে গেছে চেন্নাই সুপার কিংস। এই মৌসুমে আইপিএলে গতকালই ছিল মোস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ। এবং নিজের শেষ ম্যাচেই এই প্রথম চিপকে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশি পেসার।
তবে ৭ উইকেটে হারলেও চেন্নাইয়ের বোলাররা নন, কাল সমালোচনা শুনতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। শেষ ওভারে অন্যপ্রান্তে ডেরিল মিচেলের মতো ব্যাটসম্যান থাকার পরও সিঙ্গেল নিতে অস্বীকৃতি জানান সাবেক অধিনায়ক। এ নিয়ে ধোনির তীব্র সমালোচনা করেছেন আকাশ চোপরা ও ইরফান পাঠান।
এই মৌসুমে খুব বেশি ব্যাট করছেন না ধোনি। তবে যে কয়েকটি বল খেলছেন, তাতেই ঝড় তুলছেন। কিন্তু গতকাল সেটা দেখা যায়নি। একটি চার ও একটি ছক্কা মেরেও ১১ বলে ১৪ রান করেছেন মাত্র।
গতকাল চেন্নাই আরেকটি কাজ করেছে। ভালো ফর্মে না থাকায় মিচেল গত ম্যাচেই ইঙ্গিত দিয়েছেন, অবশেষে ফিরছেন তিনি। কিন্তু তাঁর পজিশন পাঁচে নামানো হয়নি কাল। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সামির রিজভিকে নামানো হয়েছিল। কিন্তু তিনি ২৩ বলে মাত্র ২১ রান করেছেন।
এ নিয়ে চেন্নাইয়ের সমালোচনা করেছেন আকাশ চোপড়া। ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ডেরিল মিচেলকে পাঠানো হয়নি। চেন্নাই কী করতে চাইছিল বুঝতেই পারিনি। ওরা সামির রিজভিকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামিয়েছে কিন্তু মিচেলকে নামায়নি। গত ম্যাচে ফিফটি করেছে, তাকে বোলিং করায়নি। খুবই বিস্ময়কর।’
গতকাল শেষ ওভারে ধোনি এক রান নিতে আপত্তি করেছেন, ওদিকে আটে নামা মিচেল ওই সময়ে দৌড়ে একবার স্ট্রাইক প্রান্তে গিয়েছেন, আবার নন-স্ট্রাইক প্রান্তে গেছেন অর্থাৎ দুই রানও নেওয়া সম্ভব ছিল। এই ঘটনায় ধোনির তীব্র সমালোচনা করেছেন চোপড়া, ‘শেষে ধোনি তো সিঙ্গেলই নিল না। সেটা ঠিক আছে, কিন্তু ড্যারিল মিচেল তো ড্যারিল মিচেল। অসম্মান করছি না, কিন্তু তুমি তো মোস্তাফিজুরের সঙ্গে ব্যাট করছ না। সে ছক্কা মেরেছে (পরের বলে) কিন্তু এই রান কখনোই যথেষ্ট হতো না।’
ওদিকে ইরফান পাঠানও এ ঘটনায় ধোনিকে নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘ওরা এটা করা উচিত হয়নি। এটা একটা দলীয় খেলা। দলীয় খেলায় এটা করা যায় না। অন্য খেলোয়াড়ও একজন আন্তর্জাতিক খেলোয়াড়। সে যদি বোলার হতো, তাহলে ব্যাপারটা বুঝতাম। জাদেজা ও মিচেলের সঙ্গেও করেছে। ওর এটা করার দরকার নেই। ওর এটা এড়ানো উচিত ছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।