জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওনকে গুলি করে হত্যার মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক এসআই মাহফুজুর রহমান কনককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুমের আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে এসআই কনককে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেন।
শাওন হত্যা মামলার আসামি কনককে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তার বর্তমান কর্মস্থল ঢাকার ১৩ এপিবিএন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.