Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালীপাড়া এলাকা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত মধ্য রাতে তাঁকে আটক করা হয়।
রুনা আক্তার (৪০) শিবালয় উপজেলার বোয়ালীপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. লিটন খান।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, “রুনা আক্তার শিবালয় থানার মামলা নং ০২(৮)২৫–এর তদন্তে সন্দিগ্ধ আসামি। তদন্তের স্বার্থে তাঁকে আটক করা হয়েছে।”
ওসি আরও বলেন, “তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
পুলিশ সূত্র জানায়, রুনা আক্তার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



