সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দিনভর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের এপিএস মো. আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম (৬৩) মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের মৃত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। অন্যরা হলেন- শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মৃত মুক্তিযোদ্ধা আজিজুল হক চৌধুরী ওরফে তুলা মিয়ার ছেলে মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু (৫০), মানিকগঞ্জ পৌরসভার মত্ত (রাইন্থা পাড়া) এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম ওরফে নুরু( ৬২), সদর উপজেলার পশ্চিম আটিগ্রাম এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ মোশারফ হোসেন (৩৮), মানিকগঞ্জ পৌরসভার চর হিজুলি গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রাজু (৩৫), চর গড়পাড়া গ্রামের মো. মহিদুর রহমানের ছেলে মো. ইমরান মাহমুদ ইরান (২১), কৃষ্ণপুর ইউনিয়নের মৃত ইলিম উদ্দিন ব্যাপারীর ছেলে নিজাম ব্যাপারী (৬৫) ও গড়পাড়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মো. আজিম মিয়া (৪৩)।
বুধবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
পুরিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা ১৫ আগস্ট উপলক্ষ্যে সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রমের পায়তারা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান সনাক্ত হয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি এসএম আমান উল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলার আটজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রোধে পুলিশ সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।