এবার সাকিবের সমালোচনায় সাবেক ভারতীয় পেসার

স্পোর্টস ডেস্ক : আইনত সাকিব আল হাসান কোনো ভুল করেননি, কিন্তু গতকাল অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে ক্রিকেটীয় চেতনাধারীদের ক্ষুব্ধ করেছেন বাংলাদেশ অধিনায়ক। এ ব্যাপারে কেউ হর্ষ ভোগলের পথে হেঁটেছেন, আইনত সাকিব ও বাংলাদেশ কোনো ভুল করেনি বলে, পরে ‘কিন্তু’ যোগ করে বলেছেন হেলমেটের সমস্যা বিবেচনা করা উচিত ছিল।

আবার কেউ কেউ সরাসরি আইনের ভুল ব্যবহার হয়েছে বলে দাবি করেছেন। ম্যাথুসের হেলমেটের সমস্যা বিবেচনায় আনা উচিত ছিল বলে অনেকের ধারণা।

এদিকে সাকিব বলেছেন, দেশকে জেতানোর জন্য সবকিছু করতে রাজি তিনি। তবে ভালোবাসা ও যুদ্ধের মতো ক্রিকেটেও সবই করা ঠিক কি না, এ নিয়ে কথা উঠেছে।

এমন আউট দেখে সবাই বিষ্ময় প্রকাশ করলেও ভেংকটেশ প্রসাদ অবাক হননি। এ ব্যাপারে সাকিবের অতীত আচরণ সবাইকে মনে করিয়ে দিয়েছেন সাবেক ভারতীয় পেসার। নিজের মতামত জানাতে কখনো রাখডাক না রাখা প্রসাদ এক্স-এ (সাবেক টুইটারে) গত চার বছরে সাবেক নানা বিতর্কের কথা মনে করিয়ে দিয়েছেন।

আজ সকালে প্রসাদ লিখেছেন, ‘শুধু ক্রিকেটীয় প্রতিভার দিক থেকে, সাকিব আল হাসান এই খেলার অন্যতম সেরাদের একজন বলে বিবেচিত হতো। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর ফিক্সিংয়ের জন্য যোগাযোগের পরও না জানানোয় নিষিদ্ধ হওয়া, আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ বা খেলার চেয়ে নিজেকে বড় মনে করা আচরণের পর গতকাল সে যা করেছে, তা মোটেও বিষ্ময়কর কিছু না।’

২০১৯ বিশ্বকাপের পর এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। ২০১৮ সালে দীপক আগারওয়াল নামে এক বুকি হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু আইসিসির দুর্নীতি বিরোধী বিভাগকে এ কথা জানাননি সাকিব। এ কারণেই তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

নিষেধাজ্ঞার বড় একটা সময় অবশ্য করোনার সময় কাটিয়ে দিয়েছেন সাকিব। এরপর ফিরলেও বিতর্ক পিছু ছাড়েনি। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করেছেন, লাথি দিয়ে স্টাম্প ভেঙেছেন, দেশের আইনে নিষিদ্ধ জেনেও জুয়ারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন।