জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাবেক শ্রমমন্ত্রী এম এ মান্নানের ছেলে আবদুল লতিফ টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সোমবার (২০ জানুয়ারি) দুপুরে টিপুকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমানের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, টিপু চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য। রবিবার (১৯ জানুয়ারি) রাত ২টার দিকে কাজীর দেউড়ি ব্যাটারি গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি তিনি।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপুকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।