জুমবাংলা ডেস্ক : জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) তাদের এনআইডি লক করা হয়।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তাদের এনআইডি লক করতে চিঠি দেয়। এরপর নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে সংশ্লিষ্ট আইটি শাখা সালেহ উদ্দীন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করে।
সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) দায়িত্ব নেয়ার পূর্বে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ছিলেন। তার সময়েই স্মার্ট কার্ডের জন্য ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান অবার্থারের সঙ্গে চুক্তি করা হয়। পরে প্রতিষ্ঠানটি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কার্ড দিতে ব্যর্থ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।